Popular Dhamail 5 Song ৫টি জনপ্রিয় ধাামাইল
Singer: Dithi Das দিতি দাস
আপনার পছন্দের গানটি শুনতে চাইলে নীচের 'টাইম বারে" ক্লিক করুন .....
হীরার ময়না পাখি 05:51 Hirar Moyna Pakhi
প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলায় 10:13 Prano Shokhire Oi Shon Kodombo Tolay
আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া 11:30 Ami Ki Herilam Joler Ghate Giya
ধৈর্য না ধরিতে পারিনা সহিতে 14:32 Dhoijo Na Dhorite Parina Shohite
আইসো গৌর হৃদ মাঝারে 20:53 Jole Aisho Gour Hrid Majhare
Original Credit:
01. হীরার ময়না পাখি - সিলেটি বিয়ের ধামাইল l দিতি দাস Dithi Das Dhamail l Hirar Moyna Pakhi
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
[ Ссылка ]
02. প্রাণ সখিরে l দিতি দাস prano sokhi re l dithi das dhamail ধামাইল
Lyrics & Tune: Collected সংগৃহীত
[ Ссылка ]
03. আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া - দিতি দাস জল ধামাইল Dithi Das Jol Dhamail l Ami Ki Herilam
Lyric & Tune: Sylheti Traditional Dhamail সিলেটি ঐতিহ্যবাহী ধামাইল
[ Ссылка ]
04. ধৈর্য না ধরিতে পারি না dhoirjo na dhorite ধামাইল কন্যা দিতি দাস Dithi Das Dhamail Song
Lyric & Tune: Chandidas l চন্ডী দাস (মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি)
[ Ссылка ]
05. আইসো গৌর হৃদ মাজারে - দিতি দাস এর আসর ধামাইল Aisho Gowr Hrid Majhare l Dithi Das Ashor Dhamail
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
[ Ссылка ]
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song
Any Query:
Cell: 01767 661288
Email: mbgallerylink@gmail.com
#ধামাইল #dhamail #dithidas
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
* এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ। তবে সাম্প্রতিককালে পুরুষরাও এ নাচের প্রতি আগ্রহী হয়ে।
Ещё видео!