Dive into the soulful rendition of “Tumi Jaiona” by Oyeshe. A signature event by ‘Pavel Areen’.
Collaborated & Patronized by ‘TIME ZONE’ (An Authorized Int. Watch Retail Chain Brand of “Kallol Group of Companies”)
Listen on Spotify and more,
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (২)
তুমি এত বসর পরে আইয়া ও বন্ধুরে
তুমি এত বসর পরে আইয়া
শুধু একটু খানি দেখা দিয়া
দুঃখিনিরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (২)
আমি পাগল লিনি দিন রজনী
তোমার প্রেমেতে মজিয়া (২)
তুমি পরান পাখী ময়না টিয়া ..ও বন্ধুরে
তুমি পরান পাখী ময়না টিয়া
এই অন্তরে, মনের পিঞ্জরে
এই অন্তরে, মনের পিঞ্জরে
আমি রাখবো তোমায় আদর দিয়া
দুঃখিনিরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (২)
ঐ আকাশের চাঁদ, তুমি প্রাণও নাথ
দিতে বল গো আনিয়া
ঐ আকাশের চাঁদ, তুমি প্রাণও নাথ
দিতে বল গো আনিয়া
আমি এই জীবন বাজি দিয়া...ও বন্ধুরে
আমি এই জীবন বাজি দিয়া
পেলে তোমাকে,শুধু তোমাকে
পেলে তোমাকে,শুধু তোমাকে
ওটা দিতে পারি গো আনিয়া..
দুঃখিনিরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (২)
ঐ সাত রাজার ধন মানিক ও রতন
তুচ্ছ তোমায় বুকে লইয়া
তুচ্ছ তোমায় বুকে লইয়া
আমি মরিব তোমায় হারাইয়া ...ও বন্ধুরে
আমি মরিব তোমায় হারাইয়া
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না, তুমি বুঝো না
একজন নারী থাকে কেমনে সইয়া
দুঃখিনিরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (৪)
তুমি এত বসর পরে আইয়া...ও বন্ধুরে
তুমি এত বসর পরে আইয়া
শুধু একটু খানি দেখা দিয়া
দুঃখিনিরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
দুঃখিনিরে কান্দাইয়া (২)
Original Artist Details:
Composed By: Abul Sarkar
Singer: Fatima Tuz Zahra (Oyshee)
Music Re-Arrangement & Guitar: Pavel Areen.
Drums: Imtiaz Ali Zimi.
Violin: Innema Roshni, Polash Dewan, Afsana Akter, Yaar Hossain.
Harmonium: Md Anowar Hossain.
Acoustic Guitar: Hasibul Nibir, Michil.
Cello: Tanvir Tori.
Ещё видео!