মনোময় ভট্টাচার্য্য
নাই বা পেলাম আমার গলায়
হলেন যদুভট্টের পঞ্চম প্রজন্মের বংশধর। তিনি মাত্র ৪ বছর বয়সে সুবিনয় রায়ের শিষ্য শ্রী ধ্রুবদাস ভট্টাচার্য এবং রত্নেশ্বর মুখার্জীর শিষ্য মা ইলা ভট্টাচার্যের নির্দেশনায় সঙ্গীতে দৃঢ় প্রশিক্ষণ নিয়েছেন। তিনি তাঁর সুরের মূর্ছনা দিয়ে দেশ এবং দেশের বাইরে অসংখ্য শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। সব ধরণের গান গাইলেও তিনি মূলত উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত ও আধুনিক গানে অনেক জনপ্রিয় একজন শিল্পী। প্রতিটি গানে শিল্পী তাঁর নিজস্বতা রেখে পরিবেশনা করেন আর সেজন্যই এই গুণী শিল্পী শ্রোতাদের কাছে এত জনপ্রিয়তা পেয়েছেন।
Ещё видео!