হাড্ডিসার গরু লালন পালন করবেন কিভাবে। শুকনো গরুর খাদ্য রেশন।
আমরা এই পর্বে তুলে ধরেছি উত্তরবঙ্গের সবথেকে বড় গরুর ফার্ম জান্নাত ডেইরি ফার্ম এর রুবেল ভাই তার হাড্ডিসার গরুগুলো কত দামে কিনেন এবং কিভাবে পরিচর্যা করেন এবং নিজেই উন্নত মানের ফিড তৈরী করে খাওয়ান কিভাবে ইত্যাদি বিষয়। বর্তমানে তার খামারে ২৫০ টি এর অধিক হাড্ডিসার গরু রয়েছে।
খামারটির অবস্থান নীলফামারী জেলার ডোমার থানায়
জান্নাত ডেইরি ফার্ম
প্রোপাইটর মোঃ শাহীন রেজা রুবেল
Ещё видео!