জিরো পয়েন্ট টু নলছিটি (ঝালকাঠি) বাইক ট্যুরের প্ল্যানটা সেট করা হয় হঠাৎ করেই। আর নলছিটিতে এটি আমার প্রথম ট্যুর।
আমার গাইড বা পথনির্দেশক হিসেবে ছিলেন প্রশান্ত দাদা।
আমি বরিশাল সদর উপজেলা থেকে জিরো পয়েন্টে যাই, এরপর দাদার বাইকে চেপে নলছিটির দিকে যাত্রা শুরু করি। যাত্রা পথে সুন্দর কিছু ভিউ দেখতে পাই। যেহেতু বরিশাল বিভাগ মানেই নদী-নালা, খাল-বিলে ভরা সেহেতু গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী দেখতে কার না ভালো লাগে!!
আমার মূল গন্তব্য ছিল সিদ্ধকাঠী জমিদার বাড়ি দেখা কিন্তু পাশদিয়ে ঘুরে এলেও যাওয়া হয়নি।
যাইহোক, নলছিটিতে প্রবেশ করি। এরপর, খাঁটি দুধের তৈরী রসমালাই, রসগোল্লার স্বাদ গ্রহণ করি। বিশেষ করে রসমালাইটা ছিল অনেক টেস্টি, এক কথায় অসাধারণ। 😋
এরপরেই, চলে বিরতিহীন আরো কিছুটা সময় ঘোরাঘুরি, যদিও তেমন ট্যুরিস্ট স্পট নেই তবুও একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এরপরে, নলছিটি ফেরিঘাট, নলছিটি পৌরসভা এবং দুপুরের খাবার। আমাদের খাবার মেন্যুতে ছিল সবজি, ডাল, ভাত আর তুলার ডাটি মাছ। খাবারটা মন্দ ছিল না। আর এখানে ভালো মানের রেস্টুরেন্ট নেই বললেই চলে।
যাইহোক, কিছুটা সময় রেষ্ট, এরপর বাসে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। ♥
Fb- [ Ссылка ]
Ещё видео!