যে বাঁশি ভেঙ্গে গেছে- এই গানটি আমাদের প্রয়াত লিজেন্ডারি গীতিকার মাসুদ করিমের লিখা । অসাধারণ মানুষের অপূর্ব সৃষ্টি এই গান । আমি ভাগ্যবান যে উনার মতন একজন গুণী গীতিকারের গান গাইতে পেরেছিলাম । সুর করেছিলেন কাজী হাবলু । যিনি একজন সফল মিউজিশিয়ান আমদের এই মিউজিক ইন্ডাস্ট্রিতে । সুরের মধ্যে ছিল অনেক জাদু । তখন আমাদের বিখ্যাত পরিচালক প্রয়াত আব্দুল্লাহ আল মামুন উনার বিটিভির একটি নাটক "দুর্ঘটনা এবং তারপর " এই নাটকে অন্তর্ভুক্ত করেন । নাটকটি ছিলো বিখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লিখা । অভিনয় করেছিলেন হুমায়ুন ফর্রিদী ও সুবর্ণা মুস্তাফা। ফরিদী ভাইএর ডাবল রোল ছিল । তাঁদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী । গানটিকে মামুন ভাই ব্যাবহার করেছিলেন কেটে কেটে , নাটকে ফরিদী ভাই প্লেন এ্যাক্সিডেন্টে মারা যান ,তার পর তাঁর সেই স্মৃতি সুবর্ণা মুস্তফা রোমন্থন করার সময় ব্যাকগ্রাউন্ডে গানটি ব্যাবহার করা হয়েছিল চমৎকারভাবে যার কারিগর ছিলেন মামুন ভাই । এই গানের সাফল্যের জন্য তাই আমি উনাদের সবার কাছেই কৃতজ্ঞ। এটি আমার "যে বাঁশি ভেঙ্গে গেছে "এ্যালবামের গান ।
Ещё видео!