যখন আমরা কোনো ব্যক্তিগত হাসপাতালে অথবা ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে যাই সেক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। সে ক্ষেত্রে কোন রোগের জন্য কোন ডাক্তার এটা জানা জরুরী। যদি কোন রোগের জন্য কোন চিকিৎসক এটা জানা না থাকে তবে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন।
তাই ব্যক্তিগতভাবে চিকিৎসা নেওয়ার পূর্বে রোগের উপসর্গগুলো অনুযায়ী কোন রোগের জন্য কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তা জানা থাকলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না।
এখন আমরা রোগ এবং রোগের উপসর্গ অনুযায়ী কোন রোগের জন্য কোন চিকিৎসক.....এ বিষয়ে আলোচনা করব...
1111111111111111111111111
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কি? মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কখন দেখাবেন?
যে সকল রোগের চিকিৎসা শুধু মেডিসিন দ্বারাই সম্ভব হয় এবং রোগীর জন্য কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। এই সকল রোগের চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তবে রোগের তীব্রতার উপর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন। একই রোগের চিকিৎসার জন্য মেডিসিন এবং সার্জন দু’ধরনের ডাক্তারি আছে, শুধুমাত্র প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়া কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আবার, অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে সে মূলত কোন রোগে আক্রান্ত। এমতাবস্থায় তাকে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
এছাড়াও –
◾উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ।
◾বুক ধড়ফড় করা
◾পেটে সমস্যা
◾রক্তে অতিরিক্ত চর্বি
◾অকারণে দুর্বলতা, ক্ষুধামন্দা, বমিভাব ও বমি হওয়া।
◾ঘন ঘন জ্বর আসা/কাঁপুনী দিয়ে জ্বর আসা।
◾প্রেসার ওঠানামা।
ইত্যাদি কারণে একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
222222222222222222222222
নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কি? কোন রোগের জন্য এই ডাক্তার দেখাতে হবে?
শরীরের বিভিন্ন স্থানে রগের অনেক সমস্যার জন্য এই ডাক্তারের শরণাপন্ন হবেন। চিকিৎসার ভাষায় এটাকে বলে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার। যে সকল সমস্যার জন্য নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।
যেমন-
◾স্ট্রোক
◾মাথা ব্যাথা ও মাথা ঘোরানো
◾মাইগ্রেইন/সাইনোসাইটিস
◾মুখ বেঁকে যাওয়া
◾মস্তিষ্কে রক্ত ক্ষরণ
◾মাথায় অস্বস্তি
◾হাত-পা ঝিন ঝিন করা ও অসারতা
◾হাত-পা কাঁপা
◾ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যথা
◾হাত ও পায়ের শক্তি কমে যাওয়া
◾খিচুনি/ মৃগী রোগ
◾টেনশন/ অনিদ্রা
◾স্নায়ু ও শিরা বা রগজনীত সমস্যা
◾হাত ও পা এর মাংসপেশী শুকিয়ে যাওয়া
◾প্যারালাইসিস
◾আঙ্গুল বাঁকা হয়ে আসা
ইত্যাদি সমস্যার জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন।
33333333333333333333333
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্ট ডাক্তার কি? কোন রোগের জন্য ও শরীরে কি কি উপসর্গ দেখা দিলে, এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে?
যে সকল রোগের জন্য এ ডাক্তার দেখাবেন।
যেমন –
◾চুলকানি, দাদ, অ্যাক্সিমা, ত্বকে ক্ষত, সিরিয়াসিস।
◾ব্রন, মেসতা সহ ত্বকের কালো দাগ
◾সকল ধরনের অ্যালার্জি সমস্যা
◾নখ ও চুলের সমস্যা
◾ত্বকের পুড়া বা ক্ষত দাগ
◾পুরুষ ও মহিলাদের যৌনাঙ্গে ব্যাথা ও জ্বালা যন্ত্রণা।
◾পুরুষ ও মহিলাদের ধাতু ক্ষয়
◾মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ (যেমন: মুখে অবাঞ্ছিত লোম, দাগ)।
এই সমস্যাগুলো ছাড়াও আপনার যদি চামড়ায় আরো কোন রোগ হয় অথবা যৌনাঙ্গে কোন রোগ হয়, তাহলে অবশ্যই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।
4444444444444444444444
সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার, কখন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে?
যিনি অপারেশন করেন, অস্ত্রোপচার করার মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করেন, তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয়। যেসব রোগের চিকিৎসায়, ঔষধ, ইনজেকশন দ্বারা সম্ভব হয় না। অপারেশন করার প্রয়োজন হয়, তখনই সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হয়।
যেমন –
◾পিত্তথলির অপারেশন
◾এপেন্ডিসাইটিস অপারেশন
◾পাইলস ও ফিস্টুলা অপারেশন
◾সিজারিয়ান অপারেশন
◾অণ্ডকোষ একশিরা অপারেশন
◾শরীরের অন্তরভাগ ও বহির্ভাগ টিউমার
◾হাত,পা ও মলদ্বারের জটিল অপারেশন
◾কিডনিতে পাথর
◾জরায়ুতে টিউমার সহ ইত্যাদি অপারেশন করার প্রয়োজন। এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হয়।
5555555555555555555555
কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার। কখন কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে?
হার্ট বা হৃদপিন্ডের যেকোন সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজি ডাক্তার দেখাতে হবে। এছাড়া আরো কিছু উপসর্গ দেখা দিলে আপনাকে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরী।
যেমন –
◾হার্ট এ্যাটাক, হার্টবিট, বুকে ব্যাথা
◾উচ্চ রক্ত চাপ (হাইপারটেনশন)
◾একটু হাটতেই হাপিয়ে যাওয়া/হার্ট ফেইলিওর
◾অ্যাঞ্জিওগ্রাম, রিংপ্রেসমেকার ও বাইপাস রোগীর পরামর্শ
◾জন্মগত হৃদরোগ
◾হাঁটতে যেয়ে মাথা ঘুরে পরে যাওয়া
◾ শ্বাস কষ্টে রাতে ঘুমাতে না পারা
◾ বুক ধড়ফড় করা (প্যালপিটিশন)
◾বাতজ্বর ও বাতজ্বর জনিত হৃদরোগ
Music Credit: Youtube Music Library
Disclaimer: Do not apply any information in the video to yourself. All information presented here is for learning purposes only. Take any medical advice from a doctor. Thank you.
Copyright Disclaimer: =================== This channel may use some copyrighted materials without specific authorization of the owner but the contents used here fall under “Fair Use”. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. If you have any issue, problem or query feel free to mail us.
Ещё видео!