Bagha Shahi Mosque, Rajshahi | বাঘা শাহী মসজিদ রাজশাহী |
Nestled amidst the serene landscape of Bagha, approximately 40 kilometers southeast of Rajshahi town, lies the captivating Bagha Mosque, a testament to architectural finesse and historical significance. Elegantly preserved, this magnificent structure stands proudly on the western bank of a sizable tank, enclosed within a brick-walled compound spanning 48.77 meters square.
The entry into the mosque compound is adorned with the charm of antiquity, marked by two enchanting arched gateways. One gracefully welcomes visitors from the north, while the main gateway, situated to the south, captivates with its simple yet majestic design—a graceful oblong curve punctuated by turrets on either side, evoking a sense of grandeur.
Stepping into the sacred space of the Bagha Mosque, visitors are transported through time, enveloped by the tranquility and majesty of its architecture. Constructed entirely of brick, this architectural marvel, now safeguarded as a protected monument by the esteemed Department of Archaeology, Bangladesh, boasts an oblong structure that measures approximately 23.16 meters by 12.80 meters externally.
As a symbol of cultural heritage and architectural brilliance, the Bagha Mosque stands as a testament to the rich tapestry of Bangladesh's history, inviting visitors to explore and marvel at its timeless beauty and significance.
Bagha Mosque history and significance
Architectural features of Bagha Mosque
Bagha Mosque location and directions
Bagha Mosque photos and images
Bagha Mosque visiting hours and entry fees
Preservation efforts for Bagha Mosque
Bagha Mosque Department of Archaeology, Bangladesh
Bagha Mosque historical context
Bagha Mosque tourist information
Bagha Mosque nearby attractions
#BaghaMosque #BangladeshHeritage #ArchitecturalMarvel #HistoricalSite #CulturalPreservation #ExploreBangladesh #IslamicArchitecture #TravelBangladesh #HeritageConservation #TimelessBeauty #shorts
বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ ১৫২৩ খ্রিষ্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদটি ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙ্গে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় ১৮৯৭ সালে।
মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে । আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে। ভেতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে।
বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার (যার শীর্ষদেশ গম্বুজাকৃতির) এবং ৫টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দু’দিকে দু’টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে-বাইরে সবর্ত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘীও একটি দর্শনীয় স্থান। এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ।
Ещё видео!