সবজির বস্তায় ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ নানা মাদকদ্রব্য ঢোকানো হতো চট্টগ্রাম কারাগারে। যা পরে কয়েদি- হাজতিদের কাছে বিক্রি হতো উচ্চমূল্যে। আর এই মাদক বিক্রির টাকা ভাগাভাগি হয় জেলারসহ ঊর্ধতন কর্মকর্তাদের মধ্যে। নগদ ও চেকে প্রায় ৫ কোটি টাকাসহ গ্রেপ্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস দুদিনের রিমান্ডে এই তথ্য দেন পুলিশকে।
Ещё видео!