Moymonsingha Geetika
Mohiner Ghoraguli
Lyrics:
#নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা
জুড়িল কাইন্দন গো জুড়িল কাইন্দন
কাইন্দনা কাইন্দনা কইন্যা
না কান্দিও আর
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম
তোমার গলার হারগো
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
তোমার গলার হার
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম
তোমার গলার হারগো
তোমার গলার হার
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
লাগাইল কঁচু
সেই কঁচু বেচ্যা দিয়াম
তোমার হাতের বাজুগো
তোমার হাতের বাজু
নয়াবাড়ি লইয়া রে বাইদ্যা
লাগাইল কলা
সেই কলা বেচ্যা দিয়াম
তোমার গলার মালাগো
তোমার গলার মালা
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
বানাইলো চৌকারি
চৌদিকে মালঞ্চের বেড়া
আয়না সারি সারি গো
আয়না সারি সারি
হাঁস মারলাম কৈতর মারলাম
বাইচ্যা মারলাম টিয়া
ভালা কইর্যা রাইন্ধ্য বাইঙ্গন
কালাজিরা দিয়া গো
কালাজিরা দিয়া
#noya_bari
Ещё видео!