#momtaz
#mousomi
#shah_alom_sorkar
Song : Bandhilam Piriter (বান্ধিলাম পিরিতের ঘর)
Singer : Momtaz
Lyric : Shah Alam Sarker
Tune & Music : Emon শাহা
Language : Bangla
Label : Agniveena/G series
Lyrics বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরে চাল ও মনরে সুখেতে রব চিরকাল বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর বান্ধিলাম পিরীতের ঘর ভালবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরে চাল ও মনরে সুখেতে রব চিরকাল সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম আড়াল নিন্দার ও বাতাসে গো নিন্দার ও বাতাসে সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড় সাধের এই পিরীতের ঘর হয় না যেন নড়বড় তাই প্রেমের লাগাইলাম গজাল আদরের দিলাম ঘরে চাল ও মনরে সুখেতে রব চিরকাল দুঃখের ঝড় যদি আসে কোনদিন তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন দুঃখের ঝড় যদি আসে কোনদিন তাই চালে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল ও মনরে সুখেতে রব চিরকাল
Ещё видео!