Composition & Vocals : Debdeep Banik
([ Ссылка ])
Lyrics : Arghyadip Roy
([ Ссылка ])
Guitar, Guitalele & Ukulele : Arindam Sarkar
([ Ссылка ])
Paintings & Video : Kshaunish Kayal
([ Ссылка ])
কথা :
পাহাড় এলো জ্বরে
বরফের মোহনায় রাখা দিন
খুঁজে নেয় নদীপথ।
তোমার ভেজা স্বরে
হরফের দোটানায় মেশা দিন
বেঁধে দেয় গতিপথ।
তবু শার্সি মাখা কুয়াশা
একা দিন
রাখে হাত সে আলাপে।
দেখো পড়শী মনও কী আশায়
ছায়াহীন
বখে যায় নিরালাতে।
পাইন বনে, ঝড়ে,
এলোচুল লহমায় ওড়া শীত
যেতে চায় মৃগয়ায়।
গহীন নিশি স্রোতও
বেলিফুল উপমায় শুয়ে চিৎ
মরে যায় সে ছোঁয়ায়।
তবু উপত্যকা যে আশার
কায়া ক্ষীণ
মাখে চাঁদ সে কপালে।
মায়া কলাপীরও অভিসার
হলো লীন
ভীতু রাত্রি পোহালে।
#tamalikadebdeep #debdeepbanik #pahar
Ещё видео!