তোমার দিকে হেঁটে যাওয়ার
রাস্তাজোড়া ছাতিমফুল
আরাম-রোদের বিকেল এলায়
ঠিক যেন কার মনের ভুল
নিছক কিছু আদর-আশা
হেমন্তে, কোন বসন্তে
আঙ্গুল-ডোবা প্রেম-পোড়ানো
পূর্ণ-শশী কার্ণিশে
আমার কিছু কুড়িয়ে পাওয়া
মনখারাপের ঘাসের দিন
তোমার পায়ে লুটিয়ে পড়ে
জ্যোৎস্না-ক্ষত বিরামহীন
ছাতিমফুলের গন্ধে মাতাল
যে রাস্তাটা, তার বাঁকে
তারার টীপে সন্ধ্যে-আকাশ
খুব নীরবে হাত রাখে
নিছক কিছু আদর-আশা
হেমন্তে, কোন বসন্তে
আঙ্গুল-ডোবা প্রেম-পোড়ানো
পূর্ণ-শশী কার্ণিশে...!!
Lyrics: @Sahana Bajpaie
Composed and Music Produced By: @Samantak Sinha
Guitars- @Samantak Sinha
Violin: Souptik Mazumdar
Artwork- Kausik Chatterjee
#samantak #originalsong #indiefolk #indiealt
Ещё видео!