Lovebird Breeding | লাভ বার্ড পাখির ব্রিডিং | Pakhi Palon | লাভ বার্ড পাখি পালন| Grow Life
ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে লাভ বার্ড পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত 15 দিন রেখে দেন। এর পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন । এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। আবার আপনি যদি কলোনিতে বিডিং করাতে চান তবে কিন্তু নিয়ম আলাদা। কারণ কলোনিতে হঠাৎ করে নতুন একটা পাখি এনে ছেড়ে দিলে বাকি সবগুলো মিলে ওইটা কে মারবে। তাই নতুন পাখি আনার পর সেটাকে খাঁচায় ভরে কলোনির মধ্যে অন্তত সাত দিন রেখে দেবেন এরপর পাখিটাকে কলোনিতে থাকা পুরনো পাখি গুলোর সাথে ছেড়ে দেবেন। তবে ককাটেল পাখির জোড়া দেওয়ার ক্ষেত্রে লাভ বার্ড এক বছর বয়স হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন। এর থেকে কম বয়সী পাখিকে দিয়ে বিল্ডিং করানো যায় না। আবার একটা পাখি যদি আরেকটা পাখির থেকে বড় ছোট হয় সে ক্ষেত্রে তেমন কোন সমস্যা নেই । আর খেয়াল রাখবেন যেন একই মা-বাবার দুইটা বাচ্চা জোড়া দেয়া না হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লাভ বার্ড পাখি কে দিয়ে কখনই ক্রস ব্রিডিং করাবেন না। মানে এক জাতের লাভারের সাথে আরেক যাতে লাভ বার্ড এর ব্রিডিং করাবেন না। একই জাতের মধ্যে আপনারা বিল্ডিংটা করাবেন এতে বাচ্চা ভালো হবে। পাখিগুলোকে একসাথে দেওয়ার দুই সপ্তাহ পর খাচার ভেতর একটা হাঁড়ির বা ব্রিডিং বক্স ব্যবস্থা করে দিন। লাভবার্ড পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি ভেতরে ১২ ইঞ্চির মত জায়গা আছে এরকম হারি বা ব্রিডিং বক্স হলেই হয়। তারমানে আপনার পাখির জন্য যেই ব্রীডিং বক্স অথবা হারি কিনবেন সেটা অবশ্যই 12 ইঞ্চি সাইজের হতে হবে। বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্যই লাভবার্ড পাখির জন্য 12 ইঞ্চি সাইজের ব্রিডিং বক্স প্রেফার করা হয়। তবে ব্রীডিং বক্সের মধ্যে যে ছিদ্রটা থাকবে এটা তিন ইঞ্চি সাইজের হলে সবচাইতে ভালো হয়। লাভবার্ড পাখির জন্য যেমন বড় সাইজের ব্রিডিং বক্স দিতে হয় তেমনি খাচা টাও কিন্তু বড় হতে হবে। সর্বনিম্ন 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 18 সাইজের খাঁচা ব্যবহার করতেই হবে। এর থেকে বড় সাইজের খাঁচা ব্যবহার করতে পারেন কিন্তু ছোট খাঁচা ব্যবহার করা যাবে না।
সো আমাদের পাখির জোড়া দেয়া খাঁচার সেটআপ ও ব্রীডিং বক্সের সেট আপ কিন্তু হয়ে গেল। এর পরবর্তী ধাপ হচ্ছে খাবার-দাবার এবং পরিবেশ।
পাখিকে ব্রীডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা। কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার ককাটেল পাখির খাঁচা তে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগ বালাই ও সম্ভাবনা ৭০ শতাংশ কমে যাবে । শুধুমাত্র এই দুইটা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা দুই থেকে তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখি সবসময় সুস্থ থাকবে।
২,
এবার আসুন আমরা জেনে নেই
কমার্শিয়াল ব্রিডাররা কিভাবে পাখির ব্রিডিং কোর্স করায় আসুন আমরা এর ধাপগুলো এবার জেনে নেই ।
ব্রিডিং কোর্স করানোর দুই টা উপায় রয়েছে। তবে আমি এখানে আপনাদের সাথে দুইটা উপায় একসাথে শেয়ার করছি।
১, এক নাম্বারে বিল্ডাররা প্রথমে পাখিকে কৃমি মুক্ত করে। এটার জন্য বিভিন্ন রকমের কৃমিনাশক রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই কৃমির ওষুধ গুলো কিন্তু পুরোপুরি বিষ। নিয়মে একটু আকটু এদিক ওদিক হলে পাখি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি প্রাকৃতিক উপায়ে নিম পাতা দিয়ে পাখিকে কৃমি মুক্ত রাখতে পারেন। এই কাজটা করার জন্য প্রতিমাসে কমপক্ষে দুইদিন পাখিকে কিছু কিছু নিম পাতা খেতে দিবেন। এটুকু করলেই হবে আপনার পাখি কৃমি মুক্ত থাকবে।
related topics
কিউট পোষা পাখির দাম জানুন 🐦 Most Expensive Birds Collection । Wholesale Pet Birds Market
পাখির দাম | Birds Price in Bangladesh | Exotic Parrots Birds Price | Pranir Golpo | ফিঞ্চ পাখির দাম | Top 10 Finch Birds Price in Bangladesh | বাজরিগার পাখির দাম | বাজরিগার পাখি পালন পদ্ধতি |
পাখি পালন | টিয়া পাখির দাম | ঘুঘু পাখির দাম| সহজ পদ্ধতিতে বাজরিগার পাখির ব্রিডিং, বাজিগর পাখিকে বিল্ডিং করানোর নিয়ম, পাখিপালন, কাকাতুয়া পাখির দাম, ঘুঘু পাখির দাম, তোতা পাখির দাম , কথা বলা পাখির দাম, লাভ বার্ড পাখির ব্রিডিং, লাভ বার্ড পাখির ডিম বাচ্চা উৎপাদন করার নিয়ম, লাভ বার্ড পাখি পালন, লাভ বার্ড পাখির খাঁচার মাপ, লাভ বার্ড পাখির ব্রিডিং কোর্স
Copyright Disclaimer :
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Ещё видео!