❝ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা ভার্সিটির চাইতে বড় ভার্সিটির শিক্ষক হবো, ইন শা আল্লাহ❞ -ড. মির্জা গালিব।
ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। দল-মত নির্বিশেষে আমরা তার জন্য দোয়া করি।
বিঃদ্রঃ- মির্জা গালিব ঢাবি রসায়ন ডিপার্টমেন্ট থেকে ৯৮% মার্ক নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছে,যে মার্ক এখন পর্যন্ত কেও পায়নি।
( তিনি শরীয়তপুরের গর্ব বাংলাদেশের গর্ব গোসাইরহাট উপজেলার নাগের পাড়ার সন্তান।)
Ещё видео!