বাজরিগার পাখির গোসল | পাখি গোসল করতে না চাইলে কি করবেন | বাজরিগার পাখি পালন | Budgerigar Bird Bath
অতিরিক্ত গরমের কারণে অনেক সময় পাখিকে হাঁপাতে দেখা যায় আবার কিছু কিছু সময় একটা সুস্থ সবল পাখি হঠাৎ করে হিট স্ট্রোক করে মারা যায়। আজকে এই সমস্যা গুলোর একটি কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি। আজকের এপিসোড আপনি দেখবেন কিভাবে বাজরিগার পাখিকে গোসল করাতে হয়, গোসল এর মাধ্যমে আপনি আপনার পাখিকে কিভাবে হিটস্ট্রোক করে হঠাৎ মারা যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। আর আপনার পাখি যদি গোসল করতে না চায় তবে তবে আপনি কিভাবে কিছু ট্রিকস ব্যবহার করে পাখি কে গোসল করা শেখাতে পারেন। তাই পাখি পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রতিটি ধাপ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ।
বাজরিগার সহ প্রায় সব রকমের পাখি গোসল করতে পছন্দ করে। এবং গরমে পাখি কে গোসল করানো খুবই দরকারী একটি কাজ। আপনি যদি আপনার পাখি কে গোসল করাতে চান তবে দুইটা আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতিতে আপনি আপনার পাখির খাঁচায় একটা পানির পাত্র দিতে পারেন যেটার মধ্যে পাখিটা নেমে গোসল করতে পারে। এরকম একটা পানির পাত্র দিয়ে রাখলে পাখির যদি আগে থেকে গোসল করার অভ্যাস থাকে তবে তারা নেমে নিজে থেকেই গোসল করবে। কিন্তু কথা হচ্ছে পাত্র দেয়ার পরও আপনি যদি দেখেন আপনার পাখিগুলো গোসল করছে না তখন আপনি কি করবেন ।
ভিডিওটিতে আপনি পর্যাক্রমে জানবেন
বাজিগার পাখি কে গোসল করানোর নিয়ম, পাখি গোসল করতে না চাইলে কি করবেন, অতিরিক্ত গরমে পাখির হিট স্ট্রোক, পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচানোর উপায়, বাজরিগার পাখিকে কখন গোসল করাবেন, বাজিগর পাখিকে কিভাবে গোসল করাবেন, বাজরিগার পাখি পালন পদ্ধতি, budgerigar Bird bath, budgerigar pakhi Palon, budgerigar pakhir bath,
Ещё видео!