bipod tarini borto kotha | বিপত্তারিণী পুজো বিধি | bipodtarini pujo at home #bipadtarinimatra #bipadtarinipuja #bipodtarini
বিপত্তারিণী পুজো
দেবী বিপত্তারিণীর রূপের সঙ্গে দেবী সংকটতারিণী বা মাতা সংকটার সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি শঙ্খ-চক্র-শূল ও অসিহস্তা স্বর্ণবর্ণা ত্রিনয়না, আবার কোথাও তিনি খড়গ-শূল-বরাভয়ধারিণী লোলজিহ্বা ঘোরকৃষ্ণা। পূজার উপকরণের পুষ্প, ফল, ইত্যাদি সবকিছুই ১৩টি করে নিবেদন করার নিয়ম। এমনকি হাতে ধারণ করার রক্তসুতোটিতেও ১৩টি গ্রন্থি দেওয়ার বিধান রয়েছে। ঘট‚ আমের পল্লব‚ শীষ সমেত ডাব‚ একটি নৈবেদ্য‚ তেরোরকম ফুল‚ দু ভাগে কাটা তেরো রকম ফল । আলাদা চুবড়িতে তেরোটা গোটা ফল‚ তেরো গাছি লালসুতো‚ তেরোটি দুর্বা‚ তেরোটি পান ও তেরোটি সুপুরি দিতে হয় । পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান-ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পুজোর শেষে মন দিয়ে ব্রত কথা শুনতে হয়। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ব্রতের ফল ভাল হয় বলে মনে করেন অনেকে ৷ ব্রতের দিন পুজো করে ব্রতকথা শুনে ফল-মিষ্টি বা লুচি খেয়ে উপোস ভাঙেন ভক্তরা ৷ এরপরেই লাল সুতোয় তেরোটি গিঁট দিয়ে তেরোটি দূর্বা বাঁধতে হয়। উচ্চারণ করতে হয় বিপত্তারিণীর মন্ত্র ৷
🌸গনেশ পূজা মন্ত্র:🌸
ওম গণ গণপতি নম:
🌸Ganesh matra 🌸
Om gan ganpate namah:
🌸বিপত্তারিণীর মন্ত্র ৷🌸
মাসি পূণ্যতমে
বিপ্রমাধবে মাধবপ্রিয়ে।
ন বম্যাং শুক্লপক্ষে চ
বাসরে মঙ্গল শুভে।।
সর্পঋক্ষে চ মধ্যাহ্নে
জানকী জনকালয়ে।
আবির্ভূতা স্বয়ং দেবী
যোগেষু শোভনেষুচ।।
নমঃ সর্ব মঙ্গল্যে
শিবে সর্ব্বাথ্যসাধিকে
শরণ্যে ত্রম্বক্যে গৌরী
নারায়ণী নমস্তুতে।।
🌸Bipadtarini mantra: 🌸
masi punnotome
bipromadhobe madhobpriye
no bomang suklopokhe cho
basore mongol shuve
sorpokhe cho modhanne
janoki jonokaloe
abirbhuta soyong devi
jogesu sobhonejus
namah sarba mangalle
shive sarbartha sadhike
saranne triambake gouri
narayani namasthote
🌸পুষ্পাঞ্জলি মন্ত্র🌸
দুর্গ্যাং শিবাং শান্তিকারিং ব্রাহ্মনি ব্রানহপ্রিয়াং সর্ববলোক : প্রণীতিন
প্রনমামী সদাশিবান মঙ্গলাং শোভনাং শুধ্যাং নিস্কলাং পরম্যাংকল্যাং
বিশ্বেস্বরিং বিশ্ব মাতাং চন্ডিক্যাং প্রণমাম্মহম
এষ ------ পুষ্পাঞ্জলি গৃহান
পরমেশ্বরী বিপত্তারিণীর চন্ডিকায়: নম:
🌸Puspanjali mantra 🌸
durgan shivan santi-karing bramhani bramhan-priyang sarbolok: proniting
pronmami sodasibang mongolang sovonang shudhang niskolang poromankolang
bissesoring bissomatang chondikang pronomammohom --- eso puspanjali grehang
poromessori bipottarini chondikae namah:
after puja listen to the brata katha and put on the taga in your hand as band
for men : put on at right hand
for women : put on at left hand
Thank you for supporting us. If you like our video don't forget to share your love by sharing our video. welcome to @PujaPawan family .
Ещё видео!