ভারত এক অনন্য দেশ। জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম। আর তাই দেশটিতে দর্শনীয় ও আকর্ষণীয় স্থানেরও অভাব নেই।আজ আমি আপনাদের ভারতের সবচেয়ে সুন্দর ১৫ টি দর্শনীয় স্হান এর কথা বলব
১. তাজ মহল
ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহলের নামে তাজ মহল পরিচিত ।তাজ মহল ভালবাসার অন্যতম এক নিদর্শন ।
২. কুতুব মিনার
কুতুব মিনার দিল্লীর দক্ষিণাঞ্চলে অবস্থিত।এটা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার।
৩. স্বর্ণ মন্দির
শিখ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উপাসনালয় পাঞ্জাবের স্বর্ণ মন্দির৷ মন্দিরটি ১৬২ কিলোগ্রাম স্বর্ন দিয়ে তৈরী ।
৪. রাজস্থানের মরুভূমি
ভারতের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত রাজস্থান মরুভূমি । উটের পিঠে চড়ে রাজস্থানের থর মরুভূমি ঘুরে দেখা মরুপ্রদেশের সৌন্দর্য উপভোগ করার একটি অন্যতম উপায়।
৫. গোয়া
গোয়া ভারতের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত।ভারতের পার্টি টাউন নামে খ্যাত গোয়ায় বীচ তরুণদের জন্য একটি অন্যতম বিনোদন স্থান ।
৬. ভূস্বর্গ কাশ্মীর
কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।প্রকৃতির সুন্দর্যের কারণে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত হিসেবে অভিধা পেয়েছে ভারতের কাশ্মীর।
৭. কন্যাকুমারী
ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণে অবস্থিত কন্যাকুমারী।কন্যাকুমারী দক্ষিন ভারতের তীর্থনগরী।
৮. আজমের শরীফ
আজমির শহরটি ভারতীয় মুসলমানদের জন্য একটি পুণ্যভূমি হিসাবে বিবেচিত।এখানে রয়েছে হযরত খাজা মইনুদ্দিন হাসান চিশতী( রঃ) এর মাজার ।
৯. দার্জিলিং
দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্বে একটি পর্যটন কেন্দ্র ।ভারতের এই শহরটি ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায় অবস্থিত।
১০. যগ ফলস
ভারতের দ্বিতীয় উচ্চতম ঝর্না হলো যগ ফলস।
Ещё видео!