Mitthe bolar shovab💔🎧(lyrics music)(Akash Mahmud) #trending
All rights belong to the original owners of the songs.!!
Song Credit :
🎵Song : Miththa Bolar Shovab
🎵Singer : Akash Mahmud
🎵Lyrics & Tune : Johurul Islam Joni
🎵Music : Akash Mahmud
🎵Music Label : Antor Multimedia
Lyrics:
ওহো...হো হো..হো..হো
লা রা লারা লারা রারা লারা রা
💖💖💖 💖💖💖
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব
কোন দোষেতে ছাইড়া গেলি
দিবি কি তার জবাব......
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব
কোন দোষেতে ছাইড়া গেলি
দিবি কি তার জবাব
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তোর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে।
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
ওহো...হো হো..হো..হো
লা রা লারা লারা রারা লারা রা
ওহো...হো হো..হো..হো
লা রা লারা লারা রারা লারা রা
💖💖💖 💖💖💖
🌹🌹🌹🌹
ভালোবাসার মন্দা এখন আমার অন্তরে
তোর মনেতে ভালোবাসা উথলাইয়া পড়ে,
ঘরের ভিতর ঘর বানাইলি আমায় করে পর,
তোর অভাবে উঠলো জাইগা মন নদিতে চর
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তোর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
কোনো দিনও মনের ঘরে দিবো নাকো তালা
তোর জন্য চিরদিনই মনের দুয়ার খোলা,
ছাতক পাখির মত মনটা ভাবে নয়-ছয়
একসাথে ঘুমাবো বলে আজ জেগে রয়
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তোর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
ওহো...হো হো..হো..হো
হে হে লারা লারা রারা লারা রা
ওহো...হো হো..হো..হো
লা রা লারা লারা রারা লারা রা
🌷🌷 Thanks🌷🌷
Ещё видео!