#bengaljukebox
-------------------------------
lyrics
---------
শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে॥
তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।
হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়--
আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে॥
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
পর্যায়: প্রকৃতি (শরত)
রাগ: কালিংড়া
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪
সনজীদা খাতুনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের “শরত আলোর কমলবনে...” গানটি “করুণাধায় এসো” অ্যালবামের গান। বেঙ্গল ফাউন্ডেশন ১৯৯৭ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
[ Ссылка ]
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
সনজীদা খাতুনের পরিবারে গান-বাজনার রেওয়াজ ছিল অনেকদিন থেকে। তিনি, বলা যেতে পারে, সাংগীতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। সনজীদা খাতুন আজ আমাদের বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পীদের অন্যতম প্রধান।
বিদূষী সনজীদা রবীন্দ্রসাহিত্য গভীরভাবে পাঠ করেছেন, শিরায় শিরায় অনুভব করেছেন রবীন্দ্রনাথের গান। তিনি জানেন কত প্রগাঢ় রবীন্দ্রনাথের গানের ভাবসম্পদ। এই বোধ তাঁর প্রখর বলেই তিনি সেই বিরল শিল্পীদের যিনি অর্ন্তনিহিত অর্থ বুঝে রবীন্দ্রনাথের গান গাইতে পারেন। অবিচল নিষ্ঠা এবং অনলস সাধনার ফলে তিনি আজ বড় মাপের শিল্পী হ’য়ে উঠেছেন। তাঁর কণ্ঠের সুর-মাধুর্য, উচ্চারণের শুদ্ধতা এবং মনোগ্রাহী গায়কী শ্রোতাদের খুবই মুগ্ধ করে। আমি তাঁর গানের অনুরক্ত ভক্ত। আমার এই অনুরাগ ক্রমাগত বেড়ে যাচ্ছে কণ্ঠশিল্পী হিসেবে তাঁর পরিণতির সঙ্গে তাল রেখে। সনজীদা খাতুন যখন কণ্ঠে ধারণ করেন রবীন্দ্রনাথের নানা অঙ্গের গান, তখন আমরা স্নাত হই এক অপরূপ ঝর্ণাধারায়। তাঁর গানে যে নিবেদনের পরিচয় পাই তা স্মৃতির সঙ্গী হয়ে যায় চিরদিনের জন্যে। তিনি রবীন্দ্রনাথের গানের যে ঐশ্বর্যময় ডালা উপহার দিয়েছেন তা কখনো ম্লান হওয়ার নয়। আমি ঋণী রইলাম এই বিদূষী, সংবেদনশীল কণ্ঠশিল্পীর কাছে।
- শামসুর রাহমান (১৯২৯-২০০৬)
১৯৮৮
==================================
🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
👍 Website: [ Ссылка ]
👍 Facebook: [ Ссылка ]...
👍 Twitter: [ Ссылка ]...
👍 Instagram: [ Ссылка ]......
------------------------------------------------------------------------
© Bengal Foundation 2022
Ещё видео!