জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়া বটতলায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।এটি ময়মনসিংহ বিভাগ -এ প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় আট হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
---------------------------------------------
সহায়ক গাইড -
* ঢাকা টু ত্রিশাল বাস ভাড়া - ১৫০ থেকে ২০০ টাকা জন প্রতি।
* ত্রিশাল বাজার অথবা ভার্সিটি গেইট হতে রিক্সা ভাড়া - ৩০ টাকা।
যেসকল বাসে আসা যাবে -
* ঢাকা - ময়মনসিংহগামী যেকোনো বাসে আসা যাবে,তাছাড়াও জামালপুর,নেত্রকোনা, শেরপুর গামী বাসগুলোতে নিয়মিত আসা যাবে।
উল্লেখযোগ্য বাস - এনা,সৌখিন,সোনার বাংলা, রাজীব,আলম এশিয়া ইত্যাদি।
* ট্রেনে আসতে চাইলেও আসতে পারবেন, সে হিসেবে ময়মনসিংহ স্টেশনে নামতে হবে! আবার সেখান থেকে উল্টো ময়মনসিংহ হতে ত্রিশাল আসতে হবে। অতএব সে হিসেবে বাস জার্নি বেশী সুবিধা জনক।
বিঃদ্র - আরো বিশেষ করে জানার থাকলে কমান্ট করবেন,রিপ্লায়ের মাধ্যমে উত্তর পাবেন ইনশাআল্লাহ।
----------------------------------------------
আমার সাথে সোশ্যাল সাইডে এড হতে পারেন-
→ Instagram Page Link - [ Ссылка ]
→Facebook Page Link - [ Ссылка ]
→ Facebook Account - [ Ссылка ]
Thanks for watching my video and subscribe my channel.
Ещё видео!