Song: Ek Nodi Jamuna
Singer: James
Album: Piano
Album Type: Duet Mixed
#Ek_Nodi_Jamuna
#James
Lyric :
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না॥
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে॥
ভালবাসার নিয়ম মানিনা
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়॥
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা..
Ek Nodi Jamuna | এক নদী যমুনা | Nagar Baul James | Lyrics
Теги
ek nodi jamunaek nodi jamuna jamesek nodi jamuna coverjames ek nodi jomunajames ek nodi jamunaak nodi jomunaek nodi jamuna guitar coverek nodi jomuna lyricsek nodi jamuna songek nodi jamuna audioek nodi jumunaek nodi jamuna lyricsek nodi jamuna song lofiek nodi jomuna by jamesak nodi jomuna coverএক নদী যমুনাএক নদী যমুনা জেমসএক নদী যমুনা গানযমুনা নদীজোনাই নদীবাংলাদেশের যমুনাতুমি জানলে নাকান্নায় লাভ নেইতুমি জানলে না জেমস