Kalimpong Tour | Kalimpong Tourist Places | Kalimpong Darjeeling | Kalimpong Tour Plan
#kalimpong
#kalimpongtour
#kalimpongtourplan
#delo
#delopark
ভ্রমণ বৃত্তান্ত: কালিম্পং পশ্চিমবঙ্গের শৈল শহর গুলির মধ্যে অন্যতম। পূর্বে কালিম্পং দার্জিলিং জেলার অন্তর্গত থাকলেও বর্তমানে কালিম্পং নিজেই একটি জেলা । কালিম্পং এর উচ্চতা 4100 ফুট । কালিম্পং শহর দূরপিন পাহাড় এবং ডেলো পাহাড়ের মাঝে অবস্থিত । একসময় কালিম্পং ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত ছিল, তবে সেসব এখন অতীত। কালিম্পং এখন পাহাড়-প্রেমী বাঙালির ভালোবাসার শহর । কালিম্পং ট্যুরের জন্য 3 রাত 4 দিনের প্ল্যান সব থেকে ভালো। শিলিগুড়ি থেকে কালিম্পং এর দূরত্ব 70 কিলোমিটারের মতো। NJP স্টেশন থেকে শেয়ার গাড়িতে ভাড়া 200 টাকা , গাড়ি রিজার্ভ করলে 2200 থেকে 2500 টাকা । তবে কালিম্পং এসে সাইট সিনের জন্য রিজার্ভ গাড়ি ভাড়া করতেই হবে , যারা খুব ভালো বাইক বা স্কুটি চালান তারা কালিম্পং এ থেকে বাইক বা স্কুটি ভাড়া নিতে পারেন, এটি হল সব থেকে সুবিধার । কাছে নিজের ডাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। নিচে কালিম্পং এ বাইক বা স্কুটি ভাড়া নেওয়ার যোগাযোগ নম্বর দিয়ে দিলাম।
প্রথম দিন কালিম্পং শহরের মধ্যে থাকলাম , কারণ আজকের সাইট সিন মূলত শহরের মধ্যেই । আমরা প্রথম দিন রূপকথা হোটেলে উঠেছি। বাজেটের মধ্যে খুব ভালো হোটেল । সুপার ডিলাক্স রুম 3500 টাকা, ডিলাক্স- ভিউ রুম 1500 টাকা । হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে প্রথমে গেলাম ক্যাকটাস নার্সারি, তারপর গেলাম কালিম্পং মার্কেটের একটু উপরের দিকে অবস্থিত ম্যাকফারলেন চার্চ। ম্যাকফারলেন চার্চ ঘুরে মার্কেটের মধ্যে সেন্ট্রাল ব্যাংকের নিচে ( স্নো হোয়াইট নামের দোকানের পাশের গলিতে ) আদিত্য হোটেলে লাঞ্চ সারলাম । লাঞ্চ করে গেলাম কালিম্পং এর শাক্য মনস্ট্রিতে। ফিরে এসে কিছুটা সময় মার্কেটে ঘোরাঘুরি করলাম । সন্ধ্যার আগে ঘুরে এলাম হিন্দু মন্দির মঙ্গলধামে। সন্ধ্যাবেলায় কালিম্পং মার্কেটের ব্লু স্টার ক্যাফেতে কফি আর স্নাক্স খেয়ে বাইরের বৃষ্টি দেখতে দেখতে সময় কাটিয়ে দিলাম।
দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে চলে এলাম মর্গ্যান হাউস । এটা সকলের কাছে কালিম্পং এর হন্টেড হাউস নামে পরিচিত । তবে এখানে এক রাত থাকার সুযোগ পাওয়া বেশ মুশকিল এবং খরচ সাপেক্ষ । বলে রাখা ভালো আমরা মর্গ্যান হাউসে কোন ভূত দেখিনি । এরপর দেখতে গেলাম আর্মি গল্ফ ফোর্স , যদিও এখানে মাঠের ভিতর পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না । এর পর দেখে এলাম দুরপিন মনাস্ট্রি । ফেরার পথে আর্মি ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করে নিলাম । ফিরে এসে রূপকথা হোটেল থেকে চেক আউট করে চলে এলাম শহরের বাইরে ডেলো পাহাড়ের কাছে অবস্থিত গোল্ডেন কুইন্সিল রিসোর্ট ও স্পাতে। শহরের বাইরে থাকলাম ,কারণ শহরের মধ্যে সব ট্যুরিস্ট স্পট দেখা হয়ে গেছে এবং কালিম্পং শহরে খুব খুব জ্যাম থাকে , ফলে তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় যাতায়াত করাটা অসুবিধা জনক । হোটেলের থেকে বেরিয়ে ত্রিরত্ন বুদ্ধ পার্ক, হনুমান মন্দির ,দুর্গা মন্দির, বুদ্ধা পার্ক দেখে লাঞ্চ করলাম শাক্য মুনি রেস্টুরেন্টে । এখানের খাবার দুর্দান্ত এবং দাম বেশ রিজিনেবল । লাঞ্চ করে গেলাম ডেলো পার্ক । এখানে ঘুরতে ঘুরতে ঘন্টাখানেক লাগবে। দুর্দান্ত পার্ক ,এখানে চাইলে হর্স রাইডিং করতে পারেন। তারপর গেলাম যেখানে প্যারাগ্লাইডিং হয় । যারা প্যারাগ্লাইডিং করবেন না তারা এই জায়গাটা স্কিপ করে কালিম্পং সায়েন্স সেন্টারে চলে আসতে পারেন । আজকে এইসব ঘুরে আমাদের দিনটা বেশ কাটলো।
তৃতীয় দিন যাচ্ছি শহরের থেকে একটু দূরে রামধুরা, জলসা বাংলো , ইচ্ছে গাঁও । ফিরে এসে লাঞ্চ সেরে আশপাশটা ঘুরলাম । হোটেলের আশেপাশে সুন্দর পরিবেশ ,হেঁটে চলে বেড়াতে বেশ লাগলো । রাতে আমাদের রিসর্টেই ডিনার করলাম । খাবার খুব সস্তার না হলেও বেশ রিজিনেবল । তবে খাবারের টেস্ট ছিল খুব ভালো। পরের দিন সকাল সাড়ে নটা নাগাদ শিলিগুড়ি ফেরার রাস্তা ধরলাম।
ধন্যবাদ ।
People Wants to know about:
kalimpong tour in bangali
experience bengal
destination bengal
department of tourism
bengal heritage
wbtourism.gov.in
land of orchids
west bengal tourism
explore bengal
kalimpong vlogger
kalimpong vlog
travel vlogs
northeast vlogger
kalimpong tour
kalimpong tour plan
kalimpong tour guide
north bengal tour
lava rishop tour plan
darjeeling tour guide
kalimpong tour offbeat
rishop lava lolegaon tour
charkhole tour
lava lolegaon tour guide
kolakham tour
rishop tour plan
kalimpong tour cost
charkhole tour plan
lava lolegaon rishop kolakham tour plan
বাইক বা স্কুটি ভাড়া করার জন্য যোগাযোগ করুন:
"Bike Kiraya" (Siliguri)
Contact number:
Pooja: 9735812211
Sujit: 9735912211
Kalimpong Riders:
Mob: 81016 22570 & 95916 94220
Music Courtesy:
Morning Sun - LiQWYD (No Copyright Music)
[ Ссылка ]
Flowers Sakura Girl (No Copyright Music)
[ Ссылка ]
Freedom – Roa (No Copyright Music)
[ Ссылка ]
Good Times - Ason ID (No Copyright Music)
[ Ссылка ]
uninhibited Nature - Artificial.Music & Storm Infinity (No Copyright Music)
[ Ссылка ]
Dreamcatcher – Onycs (No Copyright Music)
[ Ссылка ]
Solitude – Ghostrifter Official (No Copyright Music)
[ Ссылка ]
Snowglobe – Johny Grimes (No Copyright Music)
[ Ссылка ]
Mellow – LiQWYD (No Copyright Music)
[ Ссылка ]
Fuengirola (No Copyright Music)
[ Ссылка ]
Good Times – Ason Id (No Copyright Music)
[ Ссылка ]
Far From Here - GalaxyTones
[ Ссылка ]
Ещё видео!