ইহুদিরা কেনো এতো মেধাবী? এতে অমত করার কোনো সুযোগ নেই যে, ইহুদিরা প্রকৌশলবিদ্যা, সংগীত, জ্ঞান- বিজ্ঞানসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনন্য। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাষ্ট্রি ইত্যাদি (হলিউড) পৃথিবীর প্রায় ৭০ ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে। দর্শক আপনাদের মনেও কি কখনো প্রশ্ন এসেছে যে ইহুদিরা কেন এতো মেধাবী ও বুদ্ধিমান? তবে এ বিষয়ে গবেষনা করে এর উত্তর বের করেছেন ড. স্টিফেন কার লিওন।
MRM World এর আজকে ভিডিওতে ড. স্টিফেন কার লিওন এর দেওয়া বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন।
#Jewish #israel #palestine #hamas
Ещё видео!