এই সময়ে আমরা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। গানই কথা বলুক, বলুক আমাদের অভিমানের কথা।
ফেসবুক পেইজ - [ Ссылка ]
কথা ও সুরঃ পল্লব বসু
তোমার বুকে কত ভাঙা-ভাঙা শব্দের মিছিল
তোমার চোখে কত সহস্র নদী, কত উত্তাল গাঙচিল
হাতের রেখায় কত খুনে-খুনে কবিতাদের ভীড়
এক ইশারায় ভাঙে সকাল-দুপুর, যত মাতাল রাতের নীড়।
আমি অসহায়, আমাকে দাও গত জন্মের দু:সাহস
আমি নিরুপায়, আমাকে দাও সব পাল্টে ফেলার দোষ।
তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে চাই
কেন পিছু ডাকে, পিছু ডাকে যত দু:সময়?
আমি তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে চাই
কেন ক্লান্ত ক্রোধের তীর ভুল নিশানায়?
তবু তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকেই চাই
আছে নিয়মিত অভ্যাসে হারিয়ে ফেলার ভয়।
তবু তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকে-তোমাকেই চাই
জানি, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
Ещё видео!