Howrah To Rajgir Train Journey//ট্রেনে কিভাবে কোলকাতা থেকে রাজগীর যাবেন?//Kolkata To Rajgir by train::
এই দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ইতিহাস কে কাছ থেকে একবার দেখে নিতে। কলকাতা থেকে রাজগির যাওয়ার জন্য কোনো direct ট্রেন নেই। তাই আমরা প্রথমে চলে গিয়েছিলাম পাটনা, ওখানে অপেক্ষা করে পাটনা থেকে অন্য একটা রাজগীর গামী ট্রেন ধরেছিলাম। যেহেতু সবাই বয়স্ক মহিলা ছিল, তাই পাটনা স্টেশনে নামটাই শ্রেয় মনে করি। এখানে ট্রেন দাড়ায় সময় নিয়ে আর ladies waiting room ও আছে।
বাকিটা আপনারা ভিডিওতে দেখে নিন। সমস্ত তথ্য দেওয়া আছে।
এর পরের ভিডিওতে আমরা কি কি দেখেছি সেই গুলো নিয়ে ভিডিও আসবে। তাই সব জানতে পাশে থাকবেন।
নমস্কার, ভালো থাকবেন সবাই।
#rajgir
#howrahtorajgirtrainjourney
#kolkatatorajgirbytrain
Ещё видео!