সুখবর কাতারের ভিসা খুলে দিয়েছে তবে? বাংলাদেশে এবং কাতারে ভিসার ব্যবসায়ী থেকে সাবধান #srpa2z #Qatar
কাতারে ভিসার ব্যবসায়ী থেকে সাবধান
কাতারে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে:
কাতারে বর্তমানে ১ বছর মেয়াদি বাংলাদেশি ভিসা বেচাকেনা চলছে। ফ্রি ভিসার নাম করে এক শ্রেণির দালাল চক্র তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
কাতার সরকার এক্সপো ২০২৩ কে কেন্দ্র করে ব্যবসায়ী এবং ভিজিটরদের উদ্দেশ্যে এক বছরের জন্য ভিসা দিচ্ছে। ইতিমধ্যে অনেক কোম্পানিতে ভিসাগুলো যুক্ত হয়েছে। যেখানে ভিসাতে মেনশন করা হয়েছে।
( work yearly resident )
যে ভিসাগুলো পরিবর্তন বা নবায়নযোগ্য না। সুতরাং
যারা নতুন করে কাতারে আসতে আগ্রহী, তারা কারো মিথ্যা প্রলোভনে পা নাদিয়ে, ভিসা নেওয়ার আগে ভালো করে যাচাই করুন। কারণ দীর্ঘদিন ধরে কাতারের ভিসা পার্যাপ্ত না হওয়ায়, অনেক ভিসার ব্যবসায়ী এ সুযোগটি কাজে লাগিয়ে কোম্পানির ভিসা বা ফ্রী ভিসা বলে চালিয়ে দিতে পারে। ইতিমধ্যে কাতারের বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে।
কারো মিথ্যা প্রলোভনে প্রতারিত হয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করুন।
যারা ভিসা দিবেন আপনারা অযথা মিথ্যা কথা বলে লোক নিয়ে এসে মানুষকে বিপদের দিকে ঠিলে দিবেন না। দেশের যুব সমাজকে বিপদের মূখে ফেলবন না।
বাংলাদেশ দূতাবাস কাতার, ভিসার দালাল চক্র বা প্রতারকদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ঘোষণা করেছে।
Ещё видео!