গানঃ যেদিন লব বিদায়
কথা ও সুরঃ #কাজী_নজরুল_ইসলাম
প্রযোজনাঃ #বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র
পরিকল্পনাঃ ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান
উপস্থাপনাঃ রেজাউদ্দিন স্ট্যালিন
শিল্পীঃ ফাহমিদা রহমান
#Amare_Debona_Vulite
#আমারে_দেবনা_ভুলিতে
#मुझे_मत_भूलना
#bashori
#Gazi_TV
শুরুর কথা
মানব সভ্যতা একবিংশ শতকে পা রাখলেও বাংলাদেশসহ সারা বিশ্বজুড়ে মানুষে-মানুষে সংঘাত-হানাহানি বন্ধ হয়নি। শোষণ-বঞ্চনা-অন্যায়-অবিচার মানব সমাজকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে, মানবতাকে পদদলিত করছে। এই প্রতিকূল সময়ে কিছু মানুষ স্বপ্ন দেখে বাধা-ব্যবধানহীন সমতা ভিত্তিক একটি পৃথিবীর। এরকম একটা পৃথিবী তৈরি করার ব্রত নিয়ে সাহিত্য ও সঙ্গীত সৃষ্টি করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। শুধু সাহিত্য ও সঙ্গীত সৃষ্টিই নয়, যাপিত জীবনে ও কর্মে তিনি এই আদর্শ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট ছিলেন। বিভেদহীন সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য সকল মানুষকে নজরুল চেতনায় উদ্বুদ্ধ করার কোন বিকল্প নেই। সেই ভাবনার সফল পরিণতি বাঁশরী। বাঁশরীর প্রতিষ্ঠাতা ডঃ ইঞ্জিঃ মোঃ খালেকুজ্জামান। নজরুল ভাবনায় উদ্ভাসিত এই মানুষটির দীর্ঘদিনের স্বপ্ন নজরুলের চিন্তা-চেতনা দেশবিদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। তাঁর চিন্তার সহযাত্রী হিসাবে যোগ দেন সুচিত্রা হাজং, জাকির হোসেন সহ বেশ কয়েকজন নিবেদিত মানুষ। ২০ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে বাঁশরীর যাত্রা শুরু হয়
Ещё видео!