ছেলেদের নাকি কাঁদতে নেই ?? কই আমি তো কাঁদি, কষ্ট পেলে কাঁদব না !!!
শরীরের কষ্ট থেকে মনের কষ্ট যে কত বড়, যার হয় সে বোঝে ! আমার বাসায় আমাকে শেখানো হয় নি, যে ছেলেদের কাঁদতে হয় না !
বিশ্বাস কর, ফেইসবুক না থাকলে এই গান টা হত না ! ফেইসবুক এ শাহান ভাইয়া এই গানের কথা গুলো কবিতা করে লেখে । আমি পড়তে পড়তেই দেখি চোখের কোণে পানি ! আবার পড়ি, দেখি গাল বেয়ে পানি পড়ছে !! কি অদ্ভুত ! কি সুন্দর লেখা ! একটা লেখা যদি আমাকে হাসায় কাঁদায়, ভাবায় , তবেই তো তা শিল্প ! আমি সব, সব অনুভব করি । আমি এমনই । ভালোবাসি বেশি কষ্টও বেশি ।
পড়তে পড়তে গীটার হাতে নিয়ে সুর করে ফেলি গান টা ! গানের কথা আমাকে কাঁদায়, গানের সুর আমাকে কাঁদায় । তাই একটু স্নিগ্ধতা দরকার ছিল । ধন্যবাদ উম্মে হাবিবা,ভিডিও তে যেভাবে এসে আমাকে ফুল দিয়েছ, তোমার সামনের পথচলা এরকম সুন্দর হোক। হাবিবা, তোমার কাছে আমি কাজের প্রতি ভালোবাসা শিখি।
আমি যখন ধ্বংস হয়ে পড়ে যাচ্ছিলাম, আমার জীবনের কিছু মানুষ ফুল হয়েই আমার পাশে ছিল । তাই আমি এখনো হাঁটছি, গান বাঁধছি।
সবাই একটু খুঁজলেই পাশে কাউকে না কাউকে পাবে ফুল হাতে ।
ধন্যবাদ ফুলার রোড, শীতের রাত, ধন্যবাদ এ শহর, ধন্যবাদ যে আমাকে সংস্কৃতির থেকে দূরে রাখেন, ধন্যবাদ যারা আমার ভালোবাসা হারিয়েছেন, ধন্যবাদ আমার বাসার সবাই, আমার বন্ধুরা, আমার ছোট বড় ভাই বোনেরা । আর সাদা ফুল ।
Special Thanks : Rakibul Hassan Joheb
Song :
Nijer Bhetor.
Singer : Khayam Sanu Sandhi
Lyric : Shahan Kabondho
tune & Music : Khayam Sanu Sandhi
Guitar: Syed Real
Bass : Alistair Sarkar Raj
Cinematography, Edit & Colour : Nayem Mir Farin
choreography & and in camera : Umma Habiba
Producer : Anik Antar
Stottro Studio Production
Instagram : [ Ссылка ]
Page : [ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!