লিরিক্স:খন্ডন ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায় ।
নিরঞ্জন, নর-রূপ ধর, নির্গুন গুনময় ।।
মোচন অঘদূষণ, জগভূষণ, চিদঘনকায় ।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন, বীক্ষনে মোহ যায় ।।
ভাস্বর ভাব-সাগর, চির-উন্মদ-প্রেম-পাথার ।
ভক্তার্জন-যুগল চরণ, তারণ-ভব-পার ।।
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায় ।
নিরোধন, সমাহিতমন নিরখি তব কৃপায় ।।
ভঞ্জন-দুঃখগঞ্জন, করুণাঘন, কর্ম-কঠোর ।
প্রাণার্পণ, জগত-তারণ, কৃন্তন-কলিডোর ।।
বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত-ইন্দ্রিয়রাগ ।
ত্যাগীশ্বর, হে নরবর ! দেহপদে অনুরাগ ।।
নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়-মানসবান্ ।
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতি-কুল-মান ।।
সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ-বারি যথায় ।
প্রেমার্পণ, সমদরশন, জগজন-দুঃখ যায় ।।
নমো নমো প্রভু ! বাক্য-মনাতীত, মনোবচনৈকাধার ।
জ্যোতির জ্যোতি উজল-হৃদিকন্দর তুমি তম-ভঞ্জন হার ।।
ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, গাহিছে ছন্দ ভকতবৃন্দ,আরতি তোমার ।।
জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার॥॥
#রামকৃষ্ণ #আরাত্রিক_ভজন #বেলুড়মঠ #belurmath
Subscribe my YouTube Channel
[ Ссылка ]-...
Like my FB page
[ Ссылка ]
Visit my Blog
[ Ссылка ]
Follow me on Google+
[ Ссылка ]
Thank you.
The audio is not my Property. uploaded for listening pleasure.No intention to infringe the copyright.
It contains music by an audio company who may/ or may not run advertisements on it.
Ещё видео!