এই পর্বের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতা ঐতিহাসিক। বাংলা আবৃত্তি নিবেদনে প্রত্যুষা।
শােষিত নিপীড়িত, বঞ্চিত ক্ষুধাতুর মানুষের মধ্যে সংগ্রামী চেতনা উজ্জীবিত করে এক বিপ্লবের স্পন্দন জাগিয়ে তোলাই ছিল সুকান্তর ‘দৃঢ় অঙ্গীকার’।
কোনাে ভাব কল্পনা বা আদর্শ আকাশ থেকে পড়ে না, জীবনের মধ্যেই তার সৃষ্টি – আর সেই জীবন সমাজবদ্ধ। তাই বলা যায় কোনাে ভাব বা আদর্শের মধ্যেই নিহিত আছে সৃষ্টিকালের সমাজ চেতনা। সামাজিক ইতিহাসের মধ্যেই সে যুগের সমাজ-চেতনার সন্ধান করতে হয়। কোনাে ঐতিহাসিক যুগের আর্থ সামাজিক কাঠামাে সেই যুগের রাজনৈতিকও মানসিক ইতিহাসের ভিত্তিভূমি। এক সময় ভূমির ওপর ছিল মানুষের যৌথ মালিকানা আর যেদিন থেকে যৌথ মালিকানা অবলুপ্ত হতে থাকে তখন থেকেই শুরু হয় শ্রেণি সংগ্রামের ইতিহাস। সমাজ বিকাশের বিভিন্ন স্তরে শুরু হয় অবদমিত ও প্রভূত্বকারী শ্রেণির তথা শােষক-শােষিতের সংগ্রামের ইতিহাস।
ঐতিহাসিক-সুকান্ত ভট্টাচার্্যে
____________________
আজ এসেছি তোমাদের ঘরে ঘরে
পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে
তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ
কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল?
আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে?
জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত,
তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ
আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা।
কিন্তু ভেবে দেখেছ কি?
দেরি হয়ে গেছে অনেক, অনেক দেরি!
লাইনে দাঁড়ানো অভ্যেস কর নি কোনোদিন,
একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে
মারামারি করেছ পরস্পর,
তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে
বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ।
কেবল বঞ্চিত বিহ্বল বিমূঢ় জিজ্ঞাসাভরা চোখে
প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকেঃ
-কেন এমন হল?
একদা দুর্ভিক্ষ এল
ক্ষুদার মাহীন তাড়নায়
পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে
ইতর-ভদ্র, হিন্দু আর মুসলমান
একই বাতাসে নিলে নিঃশ্বাস।
চাল, চিনি, কয়লা, কেরোসিন?
এ সব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন।
কিন্তু বুঝলে না মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য,
তারো জন্যে চাই চল্লিশ কোটির দীর্ঘ, অবিচ্ছিন্ন এক লাইন।
মূর্খ তোমরা
লাইন দিলেঃ কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু,
রক্তয়ের বদলে পেলে প্রবঞ্চনা।
ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে
মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার।
লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা,
সোভিয়েট, পোল্যান্ড, ফ্রান্স
রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি
সর্ব প্রথম এই পৃথিবীর দোকান থেকে।
এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান,
প্রার্থী অনেক; কিন্তু পরিমিত মুক্তি।
হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে
এখনো তোমাদের স্থান হতে পারে-
এ কথা ঘোষণা ক'রে দাও তোমাদের দেশময়
প্রতিবেশীর কাছে।
তারপর নিঃশব্দে দাঁড়াও এ লাইনে প্রতিজ্ঞা
আর প্রতীক্ষা নিয়ে
হাতের মুঠোয় তৈরী রেখে প্রত্যেকের প্রাণ।
আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো,
মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি।
আর মনে ক'রো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র,
নদীর ধারায় আছে গতির নির্দেশ,
অরণ্যের মর্মরধ্বনিতে আছে আন্দোলনের ভাষা,
আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন।।
===♡===♡===♡===♡===
#ঐতিহাসিক_সুকান্ত_ভট্টাচার্য _মধুভাষ
কবিতা:-ঐতিহাসিক
কবি:-সুকান্ত ভট্টাচার্য
আবৃত্তি:-প্রত্যুষা বসু রায় চৌধুরী
Poetry:-Oitihasik
Poet:-Sukanta Bhattacharya
Recitation:- Pratyusha Basu Roy Choudhury
Bangla kobita abritti
Bangla Kobita
Bengali Poetry
Recitation
Bengali Recitation
ঐতিহাসিক
Kobita Oitihasik
Kobita
বাংলা কবিতা আবৃত্তি
বাংলা কবিতা
ভিডিও মেকিং,এডিটিং,সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় -
অভিজিৎ সেনগুপ্ত
রেকর্ডিং- ওয়েভ অফ মিউজিক
আবহ- বিকাশ সাধুখাঁ
Image &Video by motionstock from Pixabay
www.pixabay.com
[ Ссылка ]
মিউজিক
ইউটিউব স্টুডিও
[ Ссылка ]
আমাদের ইউটিউব লিংক- [ Ссылка ]
আমাদের ফেসবুক পেইজ- [ Ссылка ]
ফেসবুক- [ Ссылка ]
আমাদের অন্যান্য কবিতার লিংক
কৃপণ- [ Ссылка ]
প্রাণের থাকুর,রবি ঠাকুর- [ Ссылка ]
বর্ষার দিনে-[ Ссылка ]
শুভক্ষণ-[ Ссылка ]
কলঘরে চিলের কান্না-[ Ссылка ]
রবীন্দ্রনাথকে যুবকের চিঠি-[ Ссылка ]
জ্যোতির্ময়- [ Ссылка ]
সেই সব স্বপ্ন-[ Ссылка ]
মিলিদি-[ Ссылка ]
শুভমকে- [ Ссылка ]
প্রস্থান- [ Ссылка ]
অভিযোজন- [ Ссылка ]
উল্টো প্রশ্ন- [ Ссылка ]
অমিমাংসিত সন্ধি- [ Ссылка ]
রবীন্দ্রনাথ - [ Ссылка ]
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Ещё видео!