পরীক্ষা বিভাগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
EXAMINATION DIVISION
BANGLADESH OPEN UNIVERSITY
৫২০/বাউবি/পরীক্ষা/স্নাতক সম্মান। ফলাফল/২০১৭/খন্ড-২/২৪২৮ তারিখ ২০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
আঞ্চলিক পরিচালক।
ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাউবি।
৩৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
বিষয়: স্নাতক (সম্মান) এবং এলএলবি (অনার্স) প্রেগ্রামের পুনঃপরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে।
মহোদয়
আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক (সম্মান) প্রোগ্রামের সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামিক স্টাডিজ, বাংলা ভাষা ও সাহিত্য এবং এলএলবি (অনার্স) বিষয়ের ২৩২ টার্ম (২য় সিমেস্টার), ২৩১ টার্ম (৩য় সিমেস্টার) এবং ২২২ টার্ম (৪র্থ, ৬৪ ও ৮ম সিমেস্টার) -এর পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত হারে পুনঃপরীক্ষার ফি জমা দিয়ে ব্যাংক রশিদসহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৮/১০/২০২৪। আঞ্চলিক কেন্দ্র হতে পুনঃপরীক্ষার্থীদের তালিকা এমএস এক্সেল -এ তৈরী করে আগামী ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পৌঁছানোর জন্য অনুরোধ কর্য হলো। তালিকার একটি সফ্ট কপি পরীক্ষা বিভাগের exam.sahl@gmail.com ই-মেইলে প্রেরণ
করতে হবে।
উল্লেখ্য, "রেজিস্ট্রেশন মেয়াদের মধ্যে একজন শিক্ষার্থী কোনো কোর্সে পরপর তিনটি টার্মের পরীক্ষায় অকৃতকার্য হলে অথবা অনুপস্থিত থাকলে পরবর্তী টার্মের পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে রেগুলেশন অনুযায়ী রেজিস্ট্রেশন ফি, কোর্স ফি, পরীক্ষার ফি ও সিমেস্টার মার্কসীট ফি প্রদান করতে হবে"।
এ বিষয়টি শিক্ষার্থীদের অবহিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ধন্যবদসহ।
আলোদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
2024 (মোঃ হাবিবুল্যাহ মাহামুদ)
20/20/28
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
দেড়েৎ এনালিস্ট ওয়েল মাস্টার।
সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি।
CASANA HME
১. ডিন, এসএসএইচএল, অউবি।
২. পরিচালক, এসএসএস বিভাগ, বাইবি।
সিস্টেম ম্যানেজার, কম্পিউটার বিভাগ, বাউবি (পরটি বাউবি'র ওয়েব পেজে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
অনুরোধ করা হলো)। একান্ত সচিব, উপাচার্যের দপ্তর, বাউবি উপাচার্য মহোদয়ের সদয় অবগতির জন্য)।
৪. ৫. সংরক্ষণ নথি।
#বাউবি_স্নাতক_সম্মান
#বাউবি_অর্নাস
#এলএলবি
#bou_BA_MA
#bou_LLB_BSC
#bou_Bangladesh_Exam_2024
#ma_technology
Ещё видео!