Masjid ghore allah thake na
Lyrics - Matal Razzak Dewan (মাতাল কবি রাজ্জাক দেওয়ান)
Vocal - Bappaditya Biswas
Event - Sadhu Baul Fakir Milon mela (In memory of Great Tinkori Khyapa)
Organised By - Sadhu Baul Fakir Milon mela Samitee
Place - Pratapnagar, Nabadwip, Nadia District
Date - 31/08/2019
Videography By - Bishnupada Karmakar
Edited by - Gobinda Karmakar
lyrics and music composition that are used in this video are owned by its respective owners and i really appreciate them.
I would like to give the credit to the singer, musicians, Event organizer, lyricist, sound operator, light man and all the persons and service provider who were associated with this live performance.
If any issue please contact to our channel through Comment Box.
কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা --
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।
আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চণ্ডালে,
সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে।।
যদি চিনিতে কোরআন, হইতো মানুষের কল্যাণ,
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা ---
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না হজ্ব করিতে যারা যায়।
কেউ যায় টাকার বিমানে, কেউ যায় দেশ ভ্রমণে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা।
হজ্ব করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা --
বলি, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেডা?
তোর ঘরের ধন খায় পরে পরে, দেশের লোক না খাইয়া মরে,
সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না --
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
দ্বীনহীন রাজ্জাকে বলে, মানুষে মানুষ রতন ----
বলি, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ।
মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল
ওরে মূল কাটিয়া জল ঢালিলে ঐ গাছে ফুল ফোটে না
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
--- মাতাল কবি রাজ্জাক দেওয়ান -----
Ещё видео!