কে সেই কাঁটা দেয়া বুড়ি? | নবীজি ও বুড়ির গল্প | Islamic Video Bangla
.....................
খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি। নবীজি (স.) আর এক বুড়ির গল্প। এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়ার রাস্তায় কাটা বিছিয়ে রাখতো। আর এসব কাটা পায়ে বিধে নবীজি ভীষণ কষ্ট পেতেন। গল্পটি এত বেশি প্রচলিত যে, জীবনে একবারও গল্পটি শুনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি এক সময় বই-পুস্তকেও স্থান পেত এই কাহিনী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই গল্পটি ভুয়া। রসুলের জীবনে এমন কোনো বুড়ি ছিল বলে কোরআন, হাদীস বা সিরাতগ্রন্থে সত্যতা পাওয়া যায় না। দেখুন-
শায়খ আহমাদুল্লাহ : [ Ссылка ]
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ : [ Ссылка ]
তবে এটা সত্য যে, রসুলের পথে কাটা ছড়িয়ে রাখতেন এক নারী। তবে সে নারী মোটেই বুড়ি ছিল না। বরং সে নারী ছিল রসুলেরর এক চাচী। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও।
Ещё видео!