Sri Sri Sankat Nashan Lakshmi Nrisingham Stotram |
শ্রীশ্রী সঙ্কটনাশন লক্ষ্মী নৃসিংহ স্তোত্রম্।
পাঠ - গোপীশ্রেষ্ঠাদেবী
ভগবান শ্রী নৃসিংহ দেব কে?
সকল সংকট বা বিপদ নাশের জন্য সংকটনাশন শ্রী লক্ষ্মীনৃসিংহ স্ত্রোত্রম।
নৃসিংহ (সংস্কৃত: नरसिंह, বানানান্তরে নরসিংহ) বিষ্ণুর চতুর্থ অবতার। পুরাণ, উপনিষদ ও অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে তাঁর উল্লেখ রয়েছে।তিনি হিন্দুদের জনপ্রিয়তম দেবতাদের অন্যতম। সাধারণত দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক তিনি ৷ প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে তাঁর পূজা প্রচলিত রয়েছে। নৃসিংহকে শৌর্যের মূর্তিস্বরূপ এবং তাঁর মন্ত্র শত্রুনিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়; তাই অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহের পূজা করতেন। নৃসিংহ অর্ধ-মনুষ্য অর্ধ-সিংহ আকারবিশিষ্ট। তাঁর দেহ মনুষ্যাকার, কিন্তু সিংহের ন্যায় মস্তক ও নখরযুক্ত। মৎস্যপুরাণ অনুযায়ী নৃসিংহ অষ্টভূজ হলেও, অগ্নিপুরাণ অনুযায়ী তিনি চতুর্ভূজ।একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তাঁর পূজা প্রচলিত। দক্ষিণ ভারতে নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, নৃসিংহ ‘মহারক্ষক’; তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সর্বদা রক্ষা করে থাকেন।
প্রহ্লাদের উপাখ্যান অনুসারে এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী, নৃসিংহদেব তাঁর সত্য ভক্তদের চরমতম বিপদের সময় রক্ষা করেন। একটি কিংবদন্তি অনুসারে, এক কাপালিক দেবী কালীর নিকট আদি শংকরকে বলি দিতে গেলে নৃসিংহদেব তাঁকে রক্ষা করেছিলেন; এরপরই আদি শংকর তাঁর প্রসিদ্ধ লক্ষ্মী-নরসিংহ স্তোত্রটি রচনা করেন।
🙏🙏🙏শ্রীশ্রী সঙ্কটনাশন লক্ষ্মীনৃসিংহ স্ত্রোত্রম অথবা শ্রীলক্ষ্মীনৃসিংহকরুণারস অথবা করাবলম্বস্তোত্রম্ ৷
শ্রীপাদ-শঙ্করাচার্য-বিরচিতম 👏👏👏
শ্রীমত্পয়োনিধিনিকেতনচক্রপাণে
ভোগীন্দ্রভোগমণিরাজিতপুণ্যমূর্তে ।
য়োগীশ শাশ্বত শরণ্য ভবাব্ধিপোত
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ১॥
ব্রহ্মেন্দ্ররুদ্রমরুদর্ককিরীটকোটি-
সঙ্ঘট্টিতাঙ্ঘ্রিকমলামলকান্তিকান্ত ।
লক্ষ্মীলসত্কুচসরোরুহরাজহংস
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ২॥
সংসারঘোরগহনে চরতো মুরারে
মারোগ্রভীকরমৃগপ্রচুরার্দিতস্য ।
আর্তস্য মত্সরনিধাঘনিপীডতস্য
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৩॥
সংসারকূপমতিঘোরমগাধমূলং
সম্প্রাপ্য দুঃখশতসর্পসমাকুলস্য ।
দীনস্য দেব কৃপয়া পদমাগতস্য
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৪॥
সংসারসাগরবিশালকরালকাল-
নক্রগ্রহননিগ্রহবিগ্রহস্য।
ব্যগ্রস্য রাগনিসনোরন্মিনিপীড়িতস্য,
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৫॥
সংসারবৃক্ষমঘবীজমনন্তকর্ম-
শাখাশতং করণপত্রমনঙ্গপুষ্পম্ ।
আরুহ্য দুঃখফলিতং পততো দয়ালো
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৬॥
সংসারসর্পঘনবক্ত্রভয়োগ্রতীব্র-
দংষ্ট্রাকরালবিষদগ্ধবিনষ্টমূর্তেঃ ।
নাগারিবাহন সুধাব্ধিনিবাস শৌরে
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৭॥
দাবদহনাতুরভীরোরুরু-
জ্বালাবলীভিরতিদগ্ধতনূরুহস্য ।
তৎপাদপদ্মসরসীশরণাগতস্য,
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৮॥
সংসারজালপতিতস্য জগন্নিবাস
সর্বেন্দ্রিয়ার্থবড়িশার্গ্রথঝষোপমস্য ।
প্রোতখন্ডিতপ্রচুরতালুকমস্তকস্য,
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ৯॥
সংসারভীকরকরীন্দ্রকরাভিঘাত-
নিষ্পিষ্টমমানবপুষঃ সকলার্তিনাশ ।
প্রাণপ্রয়াণভবভীতিসমাকুলস্য
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ১০॥
অন্ধস্য মে হৃতবিবেকমহাধনস্য
চোরৈঃ প্রভোহাবলিভিরিন্দ্রিয়নামধেয়ৈঃ ।
মোহান্ধকারকুহরে বিনিপাতিতস্য
লক্ষ্মীনৃসিংহ মম দেহি করাবলম্বম্ ॥ ১১॥
লক্ষ্মীপতে কমলনাভ সুরেশ বিষ্ণো
বৈকুণ্ঠ কৃষ্ণ মধুসূদন পুষ্করাক্ষ ।
ব্রহ্মণ্য কেশব জনার্দন বাসুদেব
দেবেশ দেহি কৃপণস্য করাবলম্বম্ ॥ ১২॥
য়ন্মায়য়োর্জিতবপুঃ প্রচুরপ্রবাহ-
মগ্নার্থমাত্র নিবহোরুকরাবলম্বম্ ।
লক্ষ্মীনৃসিংহচরণাব্জমধুব্রতেন
স্তোত্রং কৃতং সুখকরং ভুবি শঙ্করেণ ॥ ১৩॥
Ещё видео!