#bengaljukebox #aditymohsin
-------------------------------
lyrics
---------
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
( আমার সাধ্য কিবা তোমারে–
দয়া না করিলে কে পারে–
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–
দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন। )
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
পর্যায়: পূজা
অঙ্গ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
প্রকাশনা: রবিছায়া
অদিতি মহসিনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের “মাঝে মাঝে তব দেখা পাই...” গানটি “বিপুল তরঙ্গ রে” অ্যালবামের গান। বেঙ্গল ফাউন্ডেশন ২০১০ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
[ Ссылка ]
==================================
🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
👍 Website: [ Ссылка ]
👍 Facebook: [ Ссылка ]...
👍 Twitter: [ Ссылка ]...
👍 Instagram: [ Ссылка ]......
------------------------------------------------------------------------
© Bengal Foundation 2022
Ещё видео!