কবিতা আবৃত্তি | kobita | nirjhorer swapnobhongo
#kobita #banglakobia #rabindrakobita #rabindranathtagore #kobitaabritti #nazrulgeeti #kazinazrulislam #poetry #poem #কবিতা #rabindrasangeet #koetry
কবিতা : নির্ঝরের স্বপ্নভঙ্গ
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর
কণ্ঠ : ওয়াকিফ মোহাঃ সাহিন
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ
জাগিয়া উঠেছে প্রাণ ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ
রুধিয়া রাখিতে নারি।
থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়-
বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার
দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন,
চারি দিকে তার বাঁধন কেন!
ভাঙ রে হৃদয়, ভাঙ রে বাঁধন,
সাধ রে আজিকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর।
মাতিয়া যখন উঠেছে পরান
কিসের আঁধার, কিসের পাষাণ!
উথলি যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর!
আমি ঢালিব করুণাধারা,
আমি ভাঙিব পাষাণকারা,
আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা।
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিব বে পরান ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর।।
কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ-
দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর-
ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
ওরে আজ কী গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর।
[ Ссылка ]
your queries :
kobita
nirjhorer swapno bhongo kobita
Nirjhorer Swapno Vongo
nirjhorer swapno bhongo
nirjhorer swapno bhongo lyrics
nirjhorer swapno bhongo pdf
nirjhorer swapno bhongo in bengali
nirjhorer swapno bhongo poem
nirjhorer swapno bhongo lyrics in bengali
নির্ঝরের স্বপ্নভঙ্গ
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা
নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর
নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আবৃত্তি
নির্ঝরের স্বপ্নভঙ্গ নাচ
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আবৃত্তি
নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি lyrics
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা লিরিক্স
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার লাইন ব্যাখ্যা
নির্ঝরের স্বপ্নভঙ্গ অর্থ কি
নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার ব্যাখ্যা
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার বিষয়বস্তু
নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি সৌমিত্র
abritti
kobita abritti
kandari hushiyar kobita
kripon kobita
premer kobita
romantic kobita
biroher kobita
bhalobasar kobita
valobasar kobita
dukher kobita
protibader kobita
jiboner kobita
chhotoder kobita
bidrohi kobita
sonar tori kobita
africa kobita
sammobadi kobita
kazi nazrul islam
kazi nazrul islam kobita
kazi nazrul islam gaan
kazi nazruler kobita
nazrul geeti
nazrul sangeet
rabindranath thakur
rabindranath tagore
rabindranather kobita
rabindra jayanti
22 শে শ্রাবন
কবিতা আবৃত্তি | kobita | nirjhorer swapnobhongo
Теги
kobita abrittikandari hushiyar kobitapremer kobitaromantic kobitabiroher kobitabhalobasar kobitavalobasar kobitadukher kobitachhotoder kobitabidrohi kobitasonar tori kobitaafrica kobitasammobadi kobitakazi nazrul islamrabindranath thakurkazi nazrul islam kobitakobitanirjhorer swapno bhongo kobitaনির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতানির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরnirjhorerswapnobhongorabindra kobitaনির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আবৃত্তি