একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য...
আধুনিক কবি জয় গোস্বামী রচীত 'নুন' কবিতার এক অতি-সংক্ষিপ্ত আলোচনা ৷
নুন
_______
জয় গোস্বামী
কবি জয় গোস্বামীর ‘নুন’ কবিতায় সমাজের নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষজনের কথা স্থান পেয়েছে। এইসব মানুষ অল্পেই খুশি থাকে। অভাবের সংসার তবে তা নিয়ে কোনো অভিযোগ নেই কারণ তাদের বেশি কিছু চাওয়ারও নেই। তারা দিন আনে দিন খায় শুধু সমস্যা হয় যদি হঠাৎ করে শরীর খারাপ করে। তখন ধারদেনা করে কোনোমতে সংসার চালাতে হয়। অভাবের সঙ্গে পাল্লা দিয়ে চলে নেশা। নেশা করার সময় তাদের সম্পর্কজ্ঞান থাকে না- বাপবেটা একসাথে বসেও গঞ্জিকা সেবন করে। তাদের সঞ্চয় নেই তাই প্রতিদিন যে খাওয়া জুটবে তারও কোনো নিশ্চয়তা নেই। কোনোদিন ব্যাগভর্তি বাজার করে বাড়ি ফেরে কবু খালিহাতে। এসবের মাঝেও তাদের বিলাসিতার ইচ্ছে হয়। কোনোদিন শখ করে গোলাপ ফুলের চারা নিয়ে আসে কিন্তু হয়তো লাগাবার জায়গাটুকুও নেই। এভাবেই অতি সাধারণভাবে দিন চলে তাদের। কিন্তু কোনোদিন রাত্রে খেতে বসে যদি ঠাণ্ডা ভাতে নুনটুকু না জোটে তখনই শুরু হয় উৎপাত। এমন সেই উৎপাত যে সারা পাড়া জানতে পারে সেই ঝামেলার কারণ। তবে লোকের কথায় এদের কিছু যায় আসে না। লোককে লজ্জা পাবে কেন? লোকে তো তাদের কথা ভাবে না। বেঁচে থাকার ন্যুনতম সুবিধাটুকুও তো তাদের কেউ দেয়নি। কবিতাটি মানবিক আবেদনে সমৃদ্ধ ৷
________
"নুন"আসলে একটি রূপক কবিতা৷আমাদের রক্তের স্বাদ নোনতা৷রক্ত আমাদের প্রাণরস৷আমাদের এই সমাজ,সামাজিক বৈষম্য নিম্নশ্রেণির মানুষের প্রাণ রস শোষণ করছে৷তাদের অস্তিত্ব নিয়ে আমরা উদাসীন৷অথচ তারাই দেশের কান্ডারি৷তাদের সামান্য চাওয়া-পাওয়ার বৃৃত্তটিকেও আমরা ভেঙে টুকরো করে দিয়েছি এই সামাজিক যূপকাষ্ঠে৷কবিতায় তাদেরই এক অদম্য দ্রোহ নির্দেশিত হয়েছে কবির তীক্ষ্ন লেখনীতে ?
@ আমার ফেসবুক প্রফাইল : [ Ссылка ]
@ ফেসবুক পেজ :
[ Ссылка ]
Ещё видео!