আজ স্বাধীনতা দিবস। আরেকটি কারণেও আজকের দিনটি তাৎপর্যপূর্ণ
। আজ আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এর জন্মদিন... আমার শ্রদ্ধার্ঘ্য কবির অনবদ্য সৃষ্টি..রানার। রানার আজ ইতিহাস। কিন্তু এর মধ্যে কবি এক বিশেষ শ্রেণীর যে জীবনযন্ত্রনা এবং কর্ম এর গতি কে রূপ দিয়েছেন তা আজও প্রত্যক্ষ করি সেই সব মানুষের মধ্যে যারা মাথার ঘাম পায়ে ফেলে দ্রুততার সঙ্গে আমাদেরকে নানান সুবিধা সরবরাহ করার কাজে সদা ব্যস্ত.....
Ещё видео!