বাংলাদেশ বিমানবাহিনীর কাছে Dassault Rafale যুদ্ধবিমান বিক্রির বিষয়ে কথা বলছে ফ্রান্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাথে এই বিষয়ে অগ্রগতি নিয়ে কথা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য বিমানবাহিনীর কাছে ২.৫ বিলিয়ন ইউরোর বিনিময়ে Dassault Rafale যুদ্ধবিমান বিক্রির কথা হচ্ছে। কয়টি বিমান বিক্রি করবে তা সঠিকভাবে জানা না গেলেও ধারনা করা হচ্ছে প্রাথমিকভাবে ৮-১২ টি Rafale বিক্রির বিষয়ে আলোচনা চলছে। Rafale এর পাশাপাশি আরেক ইউরোপিয়ান ফাইটার Eurofighter Typhoon ও উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
Ещё видео!