সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে । নজরুলগীতি
#নজরুলগীতি
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে।।
নাই বৃষ্টি বাদল ওলো,
দৃষ্টি কেন ঝাপসা হলো?
অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে।।
পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
মনে আমার পাইনে লো খেই;
কে যেন নেই, কি যেন নেই।
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে।।.
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে,সহসা কি গোল বাঁধালো,sahosa ki gol badhalo,kazi nazrul islam,sohosa ki,sohosa ki gol badhalo lyrics,sohosa ki gol badhalo nazrul geeti,sohosa ki gol badhalo,sahasa ki gol badhalo,sahasa ki gol badhalo lyrics,সহসা কি গোল,গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে,নজরুল,নজরুল সঙ্গীত,পাপিয়া আর পিকে,keno golap song,papiyar pikes
Ещё видео!