কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম (২)
গ্রাম ঠিকানা যদি জানিতাম
আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম
আমি তোমারে বউ বানাইতাম,
তোমার এলোমেলো চুল আমার মন হইলো ব্যাকুল (২)
যদি তোমার সম্মতি পাইতাম
আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম
আমি তোমারে বউ বানাইতাম।
আসা যাওয়া পারাপারি লাগছে তোমায় ভালো
দেখতে দারুণ রূপবতী আঁখি দুটি কালো (২)
গ্রাম ঠিকানা যদি জানিতাম
আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম
আমি তোমারে বউ বানাইতাম।
চোখ সরে না যতো দেখি অবাক হয়ে রই
মনের কথা আমি তোমায় কেমনে জানি আমি তোমায় কই (২)
আমি যদি তোমার একটু সম্মতি পাইতাম
আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম
আমি তোমারে বউ বানাইতাম।
গানটি গেয়েছেন কাজি শুভ
Ещё видео!