Kobita Porar Prohor lyrics Video
orginal cradit:-
Singer : Samina Chowdhory
Album : Kobita Porar Prohor
Lyric : Kawsar Ahmed Chowdhury
Tune : Laki Akondho
Label : Agniveena
Kobita Parar Prohor Esheche Lyrics
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতার সাথে চৈত্রের রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে
এই চোখ দুটি মেলে পলাতক আমি কোথা যেন যাই আঁধারের এ গান শুনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
Ещё видео!