প্রাগৈতিহাসিক কালে বাংলাদেশে বাস করতো যেই ভয়ঙ্কর প্রাণী গুলো
Prehistoric Animals That Once Lived in Bangladesh
#আশ্চর্য_দর্শন Aschorjo-দর্শন #Bangladeshi_Prehistoric_Animals
বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় ১০টি বিলুপ্ত পাখির ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই কমেন্টে বলেছেন প্রাগৈতিহাসিক সময়ে বাংলাদেশের বসবাস করা সেরা ১০টি বিলুপ্ত প্রাণীর ব্যাপারে ভিডিও আনতে, আর আপনারা যা চান আমি সবসময়ই তা আনতে চেস্টা করি, তাই আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশে একসময় বসবাস করতো এরকম ১০টি বিলুপ্ত প্রাণীর ব্যাপারেই জানতে চলেছি । আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নটিফিকেশন বেল্টিকে অন করে দিন। তো চলুন শুরু করা যাক ।
1. Sivatherium
সিভাথেরিয়াম ছিলো পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় জিরাফের প্রজাতির মধ্যে একটি, যারা আজ থেকে প্রায় ১০ মিলিয়ন বছর পুর্বে সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছিলো, বিজ্ঞানিদের কথা অনুসারে, এই প্রজাতির জিরাফ গুলো সাধারনত বাংলাদেশ, ভারত, এবং আফ্রিকার কিছু দেশে ঘুরে বেরাতো ।
2. Asian straight-tusked elephant
বন্ধুরা নাম শুনেই তো বুঝে গিয়েছেন, এরা এমন এক প্রজাতির হাতি ছিলো যাদের দাত ছিলো সম্পুর্ন সোজা আক্রিতির, এর সাথেই এদের দাত আকারেও অনেক বড় হতো ।
3.নীলগাই/Nilgai
নীলগাই এমনিতে সুন্দর, তবে দেখতে অনেকটা বিদঘুটে চেহারার ঘোড়ার মত। এছাড়া এদের দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু থাকতো। কারণ এদের সামনের পা পেছনের পা থেকে লম্বা হতো। পুরুষ নীলগাইয়ের উচ্চতা সাধারণত সারে চার ফুট হতো।
4.গণ্ডার (THE Two Horned RHINOCEROS)
সারা পৃথিবীতে ৫ প্রজাতির গণ্ডারের মধ্যে বাংলাদেশেই তিন প্রজাতির গণ্ডার পাওয়া যেত। বাংলাদেশে বসবাস করা প্রজাতিগুলো ছিলো বড় একশৃঙ্গী গণ্ডার (Rhinoceros unicornis), ছোট একশৃঙ্গী গণ্ডার (Rhinoceros sondaicus) ও এশিয়ান দ্বিশৃঙ্গী গণ্ডার (Dicerorhinus sumatrensis), আর এই দিশ্রিঙ্গি গণ্ডারের উচ্চতা সাধারণত ৬ ফুট বা তার একটু বেশি হতো। এর সাথেই এদের দেহের ওজন ১৮শ’ থেকে ২২শ’ কেজির আশেপাশে থাকতো ।
এই প্রজাতির গণ্ডারের শরীর বেশ হৃষ্টপুষ্ট, চামড়া মোটা, কর্কশ ও লোমবিহীন হত ।এবং নাকের ওপর একটি বা দুটি শিং থাকতো। এদেরকে মুলতো পাহাড়ি এলাকা, জলাভূমি ও গিরিখাতে বসবাস করতে দেখা যেতো।
5.গৌর/বনগরু (Banteng)
পার্বত্য চট্টগ্রাম আর ঢাকা বিভাগের উত্তরে বাস করত গৌর বা বন্য গরু। গৃহপালিত গরুর এই পূর্বপুরুষরা আকার-আকৃতিতে বিশাল ছিল,এরা প্রায় ছয় ফুটের মতো উঁচু হত
6.নেকড়ে (THE WOLF of Bengal)
আপনারা হয়তো নেকড়ের নাম শুনে অবাক হচ্ছেন । কিন্তু একসময় আমাদের বাংলাদেশে নেকড়েদের বিচরন ছিলো । এদের উচ্চতা আড়াই ফুটের কাছাকাছি হতো লম্বায় এরা তিন থেকে সাড়ে তিনফুট হতো।
7.জলার কুমির (Marsh crocodile)
নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের নদীনালা থেকে শুরু করে বদ্ধ জলাঞ্চলেও প্রচুর পরিমাণে দেখা যেত এই সরীসৃপগুলো।
8.জলার হরিণ/বারশিঙ্গা(swamp deer)
এই হরিণদের শিঙ্গে মোট ১২টি শাখা-প্রশাখা থাকে, ফলে এদের নাম হয়েছে বারশিঙ্গা। সিলেট-চট্টগ্রামের জঙ্গলের পাশাপাশি সুন্দরবনের জলা অঞ্চলে বিচরণ করে বেড়াত এরা।
9.ডোরাকাটা হায়েনা (THE STRIPED HYENA)
স্থানীয় নাম নকড়া-বাঘ বা হায়েনা। পুরুষ হায়েনা গুলো লম্বায় ৫ ফুট, উচ্চতায় ৩ ফুট এবং ওজনে ৮৫ কেজি পর্যন্ত হতো।
If Your Content Used in this video and i don't give you credit Then it's my mistake, Please Contact Me in This Email: hossenshovon100@gmail.com
My Facebook Profile :
[ Ссылка ]
My Instagram Profile:
[ Ссылка ]
Our Facebook Page :
[ Ссылка ]
Email : hossenshovon100@gmail.com
For any Copyright or Sponsorship Please Contact us Thru Mail.
Vocal: Hossen Mohammad Khan
Script: Yasir Arafat Joy & Hossen Mohammad Khan
Edited by: Yasir Arafat Joy
Directed By: Hossen Mohammad Khan
Ещё видео!