উত্তরে প্রাচীন রাজশাহী কলেজ।রাজশাহী কলেজ কেন দেশ সেরা কলেজ।Famous Rajshahi College@tothefocus
রাজশাহী কলেজ রাজশাহী নগরে অবস্থিত একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিলো । এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। জাতির সামাজিক ও রাজনৈতিক সকল সংকটে রাজশাহী কলেজের শিক্ষক এবং ছাত্র ব্যাপক অবদান রেখে চলেছে। তারা স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন।
----------------
পদ্মাপাড়ের অন্যতম সেরা,রাজশাহী সিটি কর্পোরেশন,রাজশাহী বিভাগ,beautiful city,clean city,green city,Rajshahi University,jamuna tv,Padma,somoy tv,পদ্মা নদী,সিটি কর্পোরেশন, সুন্দর পরিচ্ছন্ন,পদ্মার পার,পরিস্কার শহর, রজশাহী, History,Rajshahi,Green and clean city,রাজশাহী কলেজ,আলো ঝলমলে নগরী,Rajshahi Collage, nature, culture, history,শিক্ষা নগর,রাজশাহী কলেজ, দেশের সেরা কলেজ, বাংলাদেশের সেরা কলেজ, রাজশাহী, Rajshahi, জাতীয় বিশ্ববিদ্যালয়, Rajshahi College, National University, Tourist Place in Rajshahi, Best College in bd, রাজশাহী কলেজের ইতিহাস, History of Rajshahi College, Historical Place in Rajshahi, রাজশাহী কলেজ নিয়ে সাধারণ প্রশ্ন, রাজশাহী কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, রাজশাহী কলেজের বিভাগসমূহ, Department of Rajshahi College, বাংলাদেশের প্রথম শহীদ মিনার, General Knowledge about Rajshahi College,Historical Rajshahi college@ToTheFocus
------------
#Rajshahicollege
#বাংলাদেশেরসেরাকলেজ
#রাজশাহীকলেজভর্তি
#রাজশাহীকলেজেরইতিহাস
#Rajshahicollegeadmission
#HistoryofRajshahicollege
Ещё видео!