পান চাষ| পানের পাতা পচা রোগের লক্ষণ ও প্রতিকার|পানের রোগ ও প্রতিকার|পান চাষ পদ্ধতি|পান রোগ
রোগের প্রতিকার :
১. রোগাক্রান্ত গাছের পাতা তুলে পুড়ে ফেলতে হবে।
২. রোগমুক্ত লতা বীজ হিসেবে ব্যবহার করতে হবে।
৩. রোগ প্রতিরোধী জাত বারি পান-২ চাষ করতে হবে।
৪. ঘন ঘন সেচ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
ট্রাইকোডার্মা ৪. জীবাণু সার ৫ গ্রাম হারে প্রতি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।
৫. বরজে রোগ দেখা দিলে রিডোমিল গোল্ড অথবা কমপেনিয়ন প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়াসহ সব গাছে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে।
Ещё видео!