কবিতাঃ আশ্রয়
কবিঃ সালমান হাবীব
আবৃত্তিঃ হোসাইন নূর
রেকর্ড লেবেলঃ ক্রিয়েটিভ রেকর্ডস
সাউন্ড ডিজাইনঃ রফিকুল্লাহ রাফি
এডিটঃ হোসাইন নূর
সার্বিক সহযোগীতায়ঃ রাকিব ফরাজী
আশ্রয়
-----------
অচেতন ঘুমে তলিয়ে যাওয়া
ধরিত্রীর জেগে ওঠা দেখবো বলে---
আমি সুবেহ সাদিকের অপেক্ষা করি,
অপেক্ষা করি ভোরের বাতাসে ভেসে আসা
সুমধুর ধ্বনির;মুয়াজ্জিনের কণ্ঠে
উচ্চারিত 'আল্লাহু আকবার'।
নিকটবর্তী আকাশে অপেক্ষমাণ আরশপতি
ক্ষমার চাদর নিয়ে আহ্বান করেন;
আছো কি এমন কেউ যে আশ্রয় চাও?
আমি তাকে আশ্রয় দিব।'
বহুদূরে মাটির পৃথিবীতে আমি তখন
প্রচণ্ড শীতে বস্ত্রহীন শীতার্তের মতো
পাপের ভারে হামাগুড়ি খাই।
আমার ঠোঁট ফেটে গেছে মিথ্যে কথার পাপে,
আমার হৃদয় পুড়ে আছে অনুতাপের তাপে!
আমার পা আটকে গেছে বাড়িয়ে রাখা বিপথে!
শীতার্ত মানুষের মত ক্ষীণকায় স্বরে
আমি তাঁকে ডাকি;হে বিশ্ববিধাতা,
আমি আশ্রয় চাই,খানিক উষ্ণতা চাই।
আপনার ক্ষমার চাদরে আমাকে আশ্রয় দিন।
আমার উচ্চারিত 'আশ্রয় চাই'
দেয়াল বন্দী কপাটে আটকে থাকে।
অথচ তিনি শুনতে পান,আমাকে আশ্রয় দেন।
আকাশ থেকে বর্ষণ করেন
অবারিত ক্ষমার ফাল্গুনধারা,রহম চাদর।
বাতাসে ভেসে আসে ভোরের প্রথম সুর
আল্লাহু আকবার,আল্লাহু আকবার।
পৃথিবীর শুদ্ধতম প্রশান্তির স্থার
শেষরাত্রির জায়নামাজে দাঁড়িয়ে আমি বলি;
'ওজা-আলনাল্ লাইলা লিবাসা...
~সালমান হাবীব
Asslamu Alaikum Everyone ...
This Is Official Youtube Channel Of writer Hossain Noor..
Please Subscribe to This Channel For Beautiful Islamic Songs
Log on Facebook ID:[ Ссылка ]
Fan Page : [ Ссылка ]
instagram: [ Ссылка ]
#Hossain Noor
#Abritti
#kobita
#salman habib
#আশ্রয়
Ещё видео!