#Bidya_Sinha_mim #BijoyTV #বিদ্যা_সিনহা_মিম
৪ জানুয়ারি ছিলো বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি’র তৃতীয় বিবাহ বার্ষিকী। ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম।
প্রতি বছরের মতো এবারও স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করেছেন মিম। তবে অন্য বছরগুলোর মতো এবার দিনটিকে ঘিরে তুলনামূলক কম আয়োজন ছিলো।
বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শুভ বার্ষিকী! বিয়ের ৩ বছর এবং ভালোবাসার এক দশক—১০ বছর। পথচলা শুরুর পর থেকে এটি একটি সুন্দর যাত্রা ছিল।’
সাথে আরেকটি রিলস শেয়ার করেছেন মিম। সেখানে মিম জামদানি শাড়ি পরে গানের তালে তালে স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতেছেন। স্বামী সনি পোদ্দারও মুখ মিলিয়েছেন মিমের সঙ্গে। সেই ভিডিওর মন্তব্য ঘরে অনেক ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে প্রথম বিবাহবার্ষিকীতে মিম স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Youtube: [ Ссылка ]
Ещё видео!