কর্ণফুলী ১৩ লঞ্চ - Karnaphuli 13 is luxurious launch of Dhaka to Betua ( Char Fasson ) route. Watch the full interior review, all cabin fare & much more!
৮ এপ্রিল ২০১৮ সালে লঞ্চটি ঢাকা-বেতুয়া ( চরফ্যাশন ) রুটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। লঞ্চটির ইন্টোরিয়র ডেকোরেশন খুবই সুন্দর। লঞ্চটির অপারেটর ব্রাদার্স নেভিগেশন বলেছে ৭৭. ৯০ মিটার দীর্ঘ এই লঞ্চের প্রায় সবগুলো রিভারসাইড কেবিন নিজস্ব বারান্দাযুক্ত, বিলাসবহুল লঞ্চটিতে আছে কিডস্ জোন, ওয়াইফাইসহ আরো নানান আধুনিক সুযোগ সুবিধা। থাকছে উন্নত মানের ক্যাটারিং সার্ভিস। মালিকপক্ষ বলেছে লঞ্চটিতে আছে ২৮ টা ডাবল, ৪৩ টা সিঙ্গেল এবং ৬ টি ভি.আই.পি. কেবিন। আর সবগুলো কেবিনই থাকছে শীততাপ নিয়ন্ত্রিত। ১২০০ অশ্বশক্তি এর Zichai ইঞ্জিনের ক্ষমতা এবং গতিতে কর্ণফুলী’র এই নৌযানটি ঢাকা-বেতুয়া ( চরফ্যাশন ) দ্রুত সময়ে পৌছতে পারবে।
নৌযানটি ঢাকা থেকে রাত ৮ টা ৩০ মিনিট এবং বেতুয়া ( চরফ্যাশন ) থেকে সন্ধ্যা ৬ টায় ছাড়বে। লালমোহনের মঙ্গলসিকদার ঘাটে সাড়ে ৬টা এবং তজুমদ্দিন ঘাট থেকেও যাত্রীরা ঢাকা যেতে পারবে।
লঞ্চটির ভাড়ার তালিকা :
সিঙ্গেল কেবিন - ১০০০ টাকা।
সিঙ্গেল আলাদা বাথমরুম, বারান্দা সহ - ১৫০০ টাকা।
ডাবল কেবিন - ২২০০ টাকা
ফ্যামিলি কেবিন - ২৫০০ টাকা
ভিআইপি কেবিন - ৫০০০ টাকা।
যেকোন তথ্য জানতে এবং কেবিন বুকিংসহ যোগাযোগ - ০১৭৭৯৯৭২৬৪০
Subscribe my Channel: [ Ссылка ]
Find more great content from Nayan Majumder: [ Ссылка ]
Stay connected with me!
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Ещё видео!