Bangla Kobita | মাসিপিসি | জয় গোস্বামী | Mashipishi | Joy Goswami | Bengali Recitation | Masi mpisi
#wbbse #class8bengali #অষ্টম_শ্রেণি #wbbsemadhyamikexam2021 #wbbsemadhyamikexam2023 #wbbsemadhyamikexam2024
Application Download Link:- [ Ссылка ]
Our website:- [ Ссылка ]
বিষয়সংক্ষেপ :-
সমাজে এমন কিছু শ্রমজীবী মহিলারা থাকেন, যারা পরিবারের প্রয়ােজনে, সংসারের তাগিদে জীবিকা অর্জনের জন্য পথে বেরােয়, তাদের প্রতিদিনের জীবন সংগ্রামমুখর। দারিদ্র্যপূর্ণ জীবনের সঙ্গে তারা লড়াই করে চলে। পথচলতি রাস্তায় এমন বহু শ্রমজীবী মানুষের সাথে প্রতিদিন পরিচয় ঘটে। কিন্তু তাদের ব্যক্তিজীবনের পরিচয় থেকে যায় অজ্ঞাত। কবি জয় গােস্বামী এই শ্রমজীবী মহিলাদের নাম দিলেন ‘মাসিপিসি। ঘুমপাড়ানি মাসিপিসিরা যখন ঘুম থেকে ওঠে, তখন আকাশে চাঁদ থাকে, ভােরের শুকতারা থাকে। তাদের চোখের পাতায় ফুল ছুঁয়ে যায়, ঠোটে জল । ভাের ভাের উঠে তারা ছাড়া কাপড় কেচে যখন ট্রেন ধরতে আসে, তখনও ঘাসের ওপর শিশির থাকে কয়েক ফোঁটা। বাড়িতে অনেক সদস্য, তাই তাদের রােজগারে বেরােতে হয়। সামান্যই রােজগার। তাদের কাজই হচ্ছে লালগােলাবনগাঁ থেকে চাল জোগাড় করে কলকাতায় বিক্রি করা, আর তার জন্য ট্রেন তাদের ধরতেই হবে। কিন্তু তাতে তাদের শান্তি নেই, রেলবাজারের হােমগার্ডরা এ নিয়ে নানা ঝামেলা করে। বছর, কিংবা মাস মাইনের কোনাে হিসেব তাদের নেই। জ্যৈষ্ঠ হােক বা বৈশাখ, তারা সবসময় এভাবেই যাতায়াত করে। আবহমান কাল ধরে সময় বয়ে যায়, কিন্তু তারা তাদের কাজ করে চলে।
নামকরণ :-
সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার মধ্য দিয়ে সাহিত্য-বিষয়টি পাঠ করার পূর্বে বিষয়বস্তু সম্পর্কে পাঠকরা সম্যক ধারণা লাভ করতে পারে। মাসিপিসি’ কবিতাটির মধ্য দিয়ে কবি জয় গােস্বামী গ্রাম থেকে শহরে আসা, প্রত্যহ জীবন সংগ্রামে রত নারীদের গল্প বলেছেন, তাঁদের ব্যক্তি পরিচয় চিরদিন থাকে অন্তরালে।‘মাসিপিসি’ কথার অর্থ মায়ের বােন (বা দিদি) এবং বাবার বােন (বা দিদি)। কিন্তু সাধারণভাবে একটু বয়স্কা মহিলাদের রাস্তাঘাটে আমরা মাসি, পিসি বলে থাকি। তারা আমাদের আপনজন নয়, কিন্তু সম্মান দিয়ে বা আপনজনের মতাে ভেবে তাদের আমরা ‘মাসি-পিসি’ বলি। সেরকম কিছু মহিলার কথা ‘মাসিপিসি’ কবিতায় বর্ণিত, যারা নিজেদের জীবন-জীবিকার জন্য ট্রেনে চাল নিয়ে অন্যত্র যান বিক্রির উদ্দেশ্যে। এতে যেমন তাদের দিন অতিবাহিত হয়, আমাদেরও তেমনই পেট চলে তাদের বিক্রি করা চালের ভাত খেয়ে। মায়ের মতােই তাঁরা কষ্ট করে ভােররাতে ওঠেন, পড়ে-থাকা বাসি কাপড় কাচেন। সংসারে সবার মুখে হাসি ফোটাতে, পেটের ভাত জোটাতে, লালগােলা-বনগাঁ ট্রেনে চাল তুলে তারা অন্যত্র বিক্রির জন্য যান আর রাস্তায় অজস্র ঝামেলায় পড়েন। তাদেরই কঠোর জীবনসংগ্রামের চিত্র কবিতায় বর্ণিত হয়েছে। অজ্ঞাত পরিচয়ে থাকা এই সংগ্রামী মহিলাদের জীবন-সংগ্রামকে সম্মান দিয়ে, তাদের ‘মাসিপিসি’ বলে সম্বােধন করেছেন কবি। তাই এই কবিতার নাম ‘মাসিপিসি’ হওয়ায় তা সার্থক ও যথার্থ হয়েছে।
Ещё видео!